যুদ্ধ বিধ্বস্ত একটি ঘরের দেয়ালে ম্যারাডোনার ছবি এঁকেছেন সিরিয়ার এক চিত্রশিল্পী। যেখানে দেখানো হয়েছে, আর্জেন্টিনার পতাকায় থাকা জ্বলজ্বলে সূর্যটা কাঁদছে। ম্যারাডোনার প্রতি শেষ শ্রদ্ধা জানাতেই এই দেয়ালচিত্র এঁকেছেন ওই চিত্রশিল্পী।
চিত্রটা মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়ার। নিশ্চয়ই একটা পরিবারের বসবাস ছিলো এই বাড়িতে। এখন ধ্বংসস্তূপের মাঝে পুরনো দেয়ালটা টিকে থাকতে সংগ্রাম করছে। বিবর্ণ দেয়াল জীবন্ত হয়ে উঠেছে তুলির আঁচড়ে। ঘরের দরজায় প্রহরী হয়ে দাঁড়িয়ে একজন জাদুকর।
ফিদেল কাস্ত্রোর হাত ধরে কমিউনিজমের আদর্শ ধারণ। প্রয়াণেও কি অদ্ভুত সাদৃশ্য! ২০১৬ সালের ২৫ নভেম্বর পৃথিবীর মায়া ছেড়েছিলেন কাস্ত্রো। ঠিক ৪ বছর পর একই দিনে চিরবিদায় বললেন সঙ্গী দিয়েগো ম্যারাডোনা।
বিশ্বজুড়ে যে মাতম চলছে, মৃত্যুর পরের জগত থেকে যদি দেখার সুযোগ থাকে তা আবেগাপ্লুত করে তুলবে ম্যারাডোনাকে। ওপারে হয়তো সিরিয়ার দেয়ালচিত্র দেখে অঝোরে কাঁদছেন। সাম্যবাদের আদর্শ ধারণ করা মানুষটার আশ্রয় বোমা আর বুলেটের আঘাতে নিঃশেষ হয়ে যাওয়া এক পরিবারের চৌকাঠে।
জীবনের চৌকাঠ পেরিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন ম্যারাডোনা। বিশ্বকাপের ময়দানে ‘ঈশ্বরের যে হাত’ ফুটবলের রূপকথার অংশ হয়ে আছে, অভিশপ্ত বছরটায় সে হাতই যে ফিরিয়ে নিলেন ঈশ্বর। অনন্তকালের আমন্ত্রণে ঘুমন্ত অবস্থাতেই চিরনিদ্রায় চলে যান ম্যাজিশিয়ান।
বাস্তবে এই দেয়ালচিত্র নিষ্প্রাণ। তবে সিরিয়ার চিত্রশিল্পী যে মুখচ্ছবি ফুটিয়ে তুলেছেন, তা জীবদ্দশায় ছিলো প্রাণশক্তিতে পরিপূর্ণ।
এসএইচ-১৫/২৭/২০ (স্পোর্টস ডেস্ক)