ফুটবলপ্রিয় মানুষের কাছে দিয়েগো ম্যারাডোনা এক অপার বিস্ময়ের নাম। প্রিয় এই তারকার সঙ্গে সাক্ষাৎ, ছবি তোলা কিংবা একটা অটোগ্রাফের নেশা থাকাটা স্বপ্নের মতোই। তবে সবার হয়তো সে ভাগ্য হয় না।
দূর থেকেই ভালোবেসে যেতে হয়েছে সমর্থকদের। কারো কারো হয়তো তাকে স্বচক্ষে দেখতে না পারার আফসোসটুকুও রয়ে গেছে। আফসোস থাকাটাই যে স্বাভাবিক। কারণ তিনি তো সাধারণ নন। তিনি ছিলেন ফুটবল ঈশ্বর।
ম্যারাডোনা চলে গেছেন। কিন্তু তার মরদেহকে ঘিরে শ্রদ্ধা আর ভালোবাসার কমতি ছিলো না ভক্তদের। জীবদ্দশায় তাকে দেখার শখ বা ছবি তোলার বাসনা অনেকেরই ছিলো। কিন্তু সেই সুপ্ত বাসনা পূরণ করলেন সৎকারকর্মী মোলিনো। ম্যারাডোনার মরদেহের সঙ্গে ছবি তুলে হয়েছেন সমালোচিত। শুধু সমালোচিতই নন, একেবারে চাকরিচ্যুত করা হয়েছে তাকে।
ম্যারাডোনার কফিনের সঙ্গে ছবি তোলা এই ব্যক্তি মূলত প্রেসিডেন্সিয়াল প্যালেসে নিয়োজিত মৃতদেহ সৎকারকর্মী।
ম্যারাডোনার মতো কিংবদন্তীকে কাছে পেয়ে ছবি তোলার লোভ সামলাতে পারেননি তিনি। মরদেহের কফিন খুলে পোজ দিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছেন তিনি। স্বভাবতই ম্যারাডোনা ভক্তরা এই ছবি দেখে সমালোচনার ঝড় তোলেন।
ইতিমধ্যে তাকে চাকরিচ্যুত করে নেয়া হয়েছে পুলিশি হেফাজতে।
এসএইচ-১৮/২৭/২০ (স্পোর্টস ডেস্ক)