অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে হারের ধাক্কা সামনে ওঠার আগেই আইসিসির শাস্তির মুখে পড়ল টিম ইন্ডিয়া। সিডনিতে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা পূর্ণ করতে না পারায় জরিমানা হলো বিরাট কোহলিদের।
প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি ডেভিড বুন। সবদিক বিবেচনার পরেও নির্ধারিত সময়ে ১ ওভার পিছিয়ে ছিলো টিম ইন্ডিয়া।
ফলে দলের প্রত্যেক সদস্যের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়। ভারত অধিনায়ক বিরাট কোহলি শাস্তি মেনে নেওয়ায় ফরমাল হেয়ারিংয়ের প্রয়োজন পড়েনি।
আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ে বোলিং কোটা পূর্ণ করতে না পারলে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফি’র ২০ শতাংশ হারে জরিমানা করা হয় সংশ্লিষ্ট দলকে। সিডনিতে নির্ধারিত সময়ে ১ ওভার পিছিয়ে ছিলো ভারত।
দীর্ঘ ৯ মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে ফিরেই অস্ট্রেলিয়ার কাছে হারের মুখ দেখতে হয় কোহলিদের। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়া ৬৬ রানে পরাজিত করে টিম ইন্ডিয়াকে।
এসএইচ-১৩/২৮/২০ (স্পোর্টস ডেস্ক)