ম্যারাডোনা শ্রদ্ধার যোগ্য নন!

কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে দু’দলের ফুটবলাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করছেন। অথচ একজন ফুটবলার লাইনের মাঝে পিছন দিকে মুখ করে বসে রয়েছেন। ঠিক এমনটাই ঘটল স্পেনের তৃতীয় ডিভিশন মহিলা ফুটবল লিগে।

ইন্টার রিয়াসের অখ্যাত ফুটবলার পাওলো দাপিনা বলেন, মহিলাদের প্রতি ম্যারাডোনা কখনই শ্রদ্ধাশীল ছিলেন না। তার দাবি, ম্যারাডোনার হাতে বহু মেয়ে হেনস্থার শিকার হয়েছেন। ম্যারাডোনাকে ধর্ষক বলতেও পিছপা হননি তিনি।

লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো মহাতারকারা যখন ম্যারাডোনার প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, তখন দাপিনার এমন আচরণ ভালোভাবে নেননি ম্যারাডোনার কিছু অনুরাগী। ঘটনার পর থেকে দাপিনা সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি পাচ্ছেন বলে দাবি করেন।

তিনি জানিয়েছেন যে, এমনও মেসেজ পেয়েছেন তিনি, যেখানে লেখা হয়েছে, ‘তোমার বাড়ির ঠিকানা খুঁজে গিয়ে তোমার পা ভেঙে দিয়ে আসব।’ দাপিনার দাবি, তাঁর সতীর্থদেরও হুমকি দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দিয়েগো ম্যারাডোনা। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় অস্ত্রোপচারের পর গত ১১ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। এদিন হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফুটবলের রাজপুত্র।

এসএইচ-০৯/০২/২০ (স্পোর্টস ডেস্ক)