নিলামে উঠছে ব্র্যাডম্যানের টুপি

Don Bradman in the WACA nets practising his batting, circa 1932. Inset: Bradman's baggy green cap.

পারিবারিক বন্ধু বটে! ধরুন, আপনার বিশেষ স্মৃতিবাহী কিছু উপহার দিলেন এক পারিবারিক বন্ধুকে। পরে সেই বন্ধু আর্থিক জালিয়াতিতে জড়িয়ে ঠিকানা পাল্টে জায়গা করে নিলেন শ্রীঘরে। মানে জেলখানা। এখন তাঁকে তো ঋণ পরিশোধ করতে হবে। কীভাবে? যে উপহার তিনি আপনার কাছ থেকে পেয়েছিলেন, তা নিলামে তুললে কেমন হয়!

প্রশ্ন উঠতে পারে, কী এমন উপহার যে নিলামে তুললে মানুষ তা লুফে নেবে! যদি বলা হয় স্যার ডন ব্র্যাডম্যানের প্রথম ‘ব্যাগি গ্রিন’ টুপি, অর্থাৎ ১৯২৮ সালে তাঁর অভিষেক টেস্ট সিরিজের টুপি, তাহলে?

টেস্টে ৯৯.৯৪ ব্যাটিং গড়ের কিংবদন্তি তাঁর পারিবারিক বন্ধু পিটার ডানহামকে পঞ্চাশের দশকে এই টুপি উপহার দিয়েছিলেন। ডানহাম পেশায় হিসাবরক্ষক হলেও জড়িয়ে পড়েন আর্থিক প্রতারণায়। বিনিয়োগকারীদের সঙ্গে ১৩ লাখ ডলার প্রতারণার মামলায় গত মে মাসে তাঁকে ৮ বছর ২ মাস কারাবাসের শাস্তি দেন আদালত। তাঁর প্রতারণার শিকার হওয়া অনেকেই ব্র্যাডম্যানের টুপি নিলামের তুলে ঋণ পরিশোধের দাবি জানিয়েছিলেন।

অপরাধের সঙ্গে এটাই প্রথম পরিচয় নয় পিটার ডানহামের। ২০০৮ থেকে ২০১৫ সালের মধ্যে তাঁর বিরুদ্ধে ৩৭ বার চুরি ও প্রতারণার অভিযোগ গঠন করা হয়েছে দক্ষিণ অস্ট্রেলিয়া ডিস্ট্রিক্ট আদালতে। বিচারের আগে কিছু মামলা তুলে নেওয়ার শর্তে অন্য বেশ কিছু অভিযোগের দোষ স্বীকার করেছিলেন ৭৬ বছর বয়সী ডানহাম। তিনি ৮ লাখ ডলার পরিশোধও করেছেন বলে জানানো হয়েছিল আদালতে।

ডিস্ট্রিক্ট আদালতের বিচারক পল মাসকাট ডানহামকে মোট সাজার সাড়ে চার বছর নন–প্যারোল শাস্তি দেন। তাঁর অপরাধগুলো পরিকল্পিত ও পুনরাবৃত্তির জন্য এমন রায় দেন আদালত। এদিকে ডানহাম দেউলিয়া, তাঁর স্থাবর সম্পত্তি বলেও কিছু নেই। বৃহস্পতিবার ব্র্যাডম্যানের টুপি নিলামে তোলা হবে জানিয়েছে ট্রাস্টি প্রতিষ্ঠান ওরাকল ইনসলভেনসি সার্ভিস।

দক্ষিণ অস্ট্রেলিয়ার স্টেট লাইব্রেরিতে ১৭ বছর ধরে শোভা পাচ্ছে ব্র্যাডম্যানের অভিষেক টেস্টের টুপি। ডানহাম নিজেই তা ওখানে ধার হিসেবে দিয়েছিলেন। ১৯২৮ সালের নভেম্বরে অস্ট্রেলিয়া দল ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ব্রিসবেনে ব্র্যাডম্যানের হাতে এই টুপি তুলে দেওয়া হয়েছিল, জানিয়েছে সেভেন নিউজ।

পিকলস অকশন সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, ‘১৯৫৯ সালে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান তাঁর প্রতিবেশী পিটার ডানহামকে এই টুপি উপহার দিয়েছিলেন। কেনসিংটন গার্ডেনের প্যারেড ইনে ব্র্যাডম্যানের পারিবারিক বাড়ির পাশেই থাকতেন ডানহাম।’ ২০০৩ সাল থেকে স্টেট লাইব্রেরিতে রয়েছে ব্র্যাডম্যানের অভিষেক টেস্টের এই টুপি। পিকলস ডট কম এইউ অনলাইনে এই নিলাম অনুষ্ঠিত হবে।

এর আগেও ব্র্যাডম্যানের টুপি নিলামে উঠেছে। ১৯৪৮ সালের বিখ্যাত সেই অ্যাশেজ সিরিজে ‘অজেয়’ খেতাব পাওয়া অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ছিলেন ব্র্যাডম্যান। এটাই ছিল তাঁর শেষ সফর। সেই সিরিজে ব্র্যাডম্যানের টুপি ২০০৩ সালে ৪ লাখ ২৫ হাজার ডলারে বিক্রি হয়েছিল। টেস্ট অধিনায়ক হিসেবে তাঁর প্রথম সিরিজের ব্লেজারও নিলামে উঠেছে। অস্ট্রেলিয়ার টেস্ট টুপির নিলামে সর্বোচ্চ দাম উঠেছে ৭ লাখ ৪৩ হাজার ডলার। এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য নিজের টুপি নিলামে তুলে এত দাম পেয়েছিলেন কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন।

এসএইচ-১৭/০৭/২০ (স্পোর্টস ডেস্ক)