নভেম্বরে বাংলাদেশে আসছে পাকিস্তান

আগামী ১৭ অক্টোবর থেকে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে ক্রিকেটের মারকাটারি সংস্করণ টি-টোয়েন্টি বিশ্বকাপের। একইদিন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশেরও।

এদিকে, জানা গেছে বিশ্বকাপের পরপরই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) অনুয়ায়ী, এ সিরিজ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র শুরু করবে লাল-সবুজ জার্সিধারীরা।

চলতি বছরজুড়েই আন্তর্জাতিক ক্রিকেটে ঠাসা সূচি বাংলাদেশের। শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে সফরের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টানা সিরিজ। এরপর এখন দিন পনেরো বিশ্রাম পেলেও তারপরই শুরু হয়ে যাবে বিশ্বকাপ মিশন। আর বিশ্বকাপ শেষেই বাঘের ডেরায় পা রাখবে বাবর আজম বাহিনী।

এদিকে, পাকিস্তানের বাংলাদেশ সফর নিশ্চিত করতে দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘পাকিস্তান সিরিজ বিশ্বকাপের পরপরই। এ ব্যাপারে ক্রিকেট অপারেশন্স বিভাগ পিসিবির সঙ্গে যোগাযোগ করছে।’

সর্বশেষ ২০১৫ সালে পাকিস্তান জাতীয় দল বাংলাদেশ সফরে এসেছিল। এরপর বাংলাদেশের পাকিস্তান সফরে না যাওয়ার ইস্যুতে একাধিকবার বেঁকে বসেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যা নিয়ে সেসময় দুইবোর্ডের মধ্যে কিছুটা মনোমালিন্য হয়েছিল।

জানা গেছে, এবার বাংলাদেশে এসে তিন ফরম্যাটেই খেলবে পাকিস্তান। নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘সব ফরম্যাটেই খেলা থাকবে, তবে ওয়ানডে ও টেস্ট বেশি থাকবে।’

শুধু পাকিস্তান সফর নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স বিভাগ কাজ করছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও। বিসিবির প্রধান নির্বাহী আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকা বোর্ডের সঙ্গেও ক্রিকেট অপারেশন্স বিভাগ যোগাযোগ করছে। পাকিস্তান সফরের পরপরই আমাদের নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে। খুব ঠাসা সূচি। সেভাবেই ক্রিকেট অপারেশন্স বিভাগ বোর্ডগুলোর সঙ্গে যোগাযোগ করছে।’

এদিকে, ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বাংলাদেশ সফরের ক্ষেত্রে করোনাবিধির অনেক কড়াকড়ি আরোপ করেছিল। এছাড়া বাংলাদেশের আয়োজনে সন্তুষ্টিও প্রকাশ করেছিল দেশ দুটি। আর তাই প্রশ্ন উঠছে, ঘরের মাঠে পাকিস্তানের ক্ষেত্রে কোভিড প্রটোকল কেমন হবে?

এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাহী বলেন, ‘আমরা যে স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক ঠিক করেছি সেই অনুযায়ীই আমাদের প্রটোকল ও জৈব সুরক্ষা বলয় হবে। আমরা আমাদের যে গাইডলাইন তা সফরকারী দলকে অবহিত করব, সেই অনুযায়ীই বাস্তবায়ন করব।’

বিসিবির নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাহী বলেন, ‘শিগগিরই আমাদের নির্বাচন কমিশন বৈঠকে বসবে। তবে আশা করছি, অক্টোবরের প্রথম সপ্তাহে একটা তারিখ নির্ধারণ করব। সেভাবেই কমিশন প্রস্তুতি নেবে।’

এসএইচ-০৪/১৪/২১ (স্পোর্টস ডস্ক)