‘মেসি যাওয়ায় পিএসজি আরও দুর্বল হয়েছে’

লিওনেল মেসি পিএসজিতে যাওয়ায় শক্তিশালী হয়েছে ফরাসি ক্লাবটির আক্রমণভাগ। নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পেদের সঙ্গে এই আর্জেন্টাইনের রসায়নে চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম ফেবারিট মনে করা হচ্ছে পিএসজিকে। কিন্তু এই কথা মানছেন না রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ইংলিশ ফুটবলার মাইকেল ওয়েন। তার মতে, মেসি পিএসজিতে যাওয়ায় ফরাসি ক্লাবটি আরও দুর্বল হয়েছে।

পুরো পিএসজিকে দুর্বল মনে করলেও আক্রমণভাগের তিন সদস্য মেসি, নেইমার ও এমবাপ্পেকে অনন্য বলছেন ওয়েন। বিটি স্পোর্টসকে তিনি বলেন, ‘পিএসজির এই আক্রমণভাগ নিঃসন্দেহে ফেনোমেনাল। কিন্তু তাদের একসঙ্গের রসায়ন দলকে আরও দুর্বল করেছে। জানি না কেন তাদের চ্যাম্পিয়ন্স লিগে ফেবারিট মনে করা হচ্ছে। আমি মনে করি ইউরোপ মঞ্চে ইংলিশ দলগুলো, চেলসি, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল পিএসজির চেয়েও এগিয়ে ও শ্রেষ্ঠ।’

ইংল্যান্ডের হয়ে ৮৯টি ম্যাচে খেলা ফরোয়ার্ড আরও বলেন, ‘ মেসি পিএসজির জন্য গুরুত্বপূর্ণ। তবে এ মৌসুমে দলে যোগ দেওয়া অন্যদের মধ্যে বরং জিয়ানলুইজি দোন্নারুমা, আশরাফ হাকিমি, সার্জিও রামোসরাই চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ ওয়ান জেতানোর ক্ষেত্রে এগিয়ে।’

মেসির গুরুত্বের বিষয়টি সামনে আসছে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির ক্লাব ব্রুগের বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার পর। যেখানে এমবাপ্পের অ্যাসিস্টে পিএসজির গোলটি করেন অ্যান্ডার হেরেরা। অথচ ফুটবলপ্রেমীরা ভেবেছিল এমএনএম ত্রয়ীর সামনে হাঁটু কাঁপবে প্রতিপক্ষের। ডি-বক্স সামলাতে খাবে হিমশিম।

স্বাভাবিকভাবে সবাই ধরে এমনটা নিয়েছিল। কিন্তু ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে বেলজিয়ান ক্লাব ব্রুগও যে বাঘ। নিজেদের মাঠে ফরাসি জায়ান্টদের হাঁকডাকে মোটেও ভয় পায়নি ওরা। দুদলের অন টার্গেট শটে এগিয়ে স্বাগতিকরাই। তারকা সমৃদ্ধ পিএসজির ৪ শটের বিপরীতে ব্রুগের শট ৭টি।

পুচকে দলের বিপক্ষে ড্র করায় তুমুল সমালোচনা হচ্ছে পিএসজির ব্যয়বহুল স্কোয়াড নিয়ে। তবে পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো বলছেন তার দলের ভালো পারফরম্যান্সের আরও সময়ের প্রয়োজন। ‘ব্রুগের বিপক্ষে আমরা এই ফল আর পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নই। আমরা জানি এখন আমাদের উন্নতি করতে হবে। তবে এটার জন্য সময়ের প্রয়োজন।’

আর্জেন্টাইন কোচ আরও যোগ করেন, ‘আমাদের আরও উন্নতি করতে হবে, এটা আমরা জানি। সমস্যা সেটা নয়। আমি ফরোয়ার্ডদের রক্ষণাত্মক আক্রমণ নিয়ে সন্তুষ্ট। আমাদের অন্য সেক্টরগুলোতে শক্তিশালী হতে হবে। প্রতিযোগিতা করতে জানতে হবে, অন্যকে জানতে হবে, বুঝতে হবে। তিনজন একসঙ্গে খেলে সফল হতে হলে এগুলো প্রয়োজন।’

এসএইচ-০৫/১৭/২১ (স্পোর্টস ডেস্ক)