ফের আইসিইউতে পেলে

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে আবারও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। কয়েকদিন আগেও আইসিইউতে ছিলেন তিনি। তারপর শারীরিক অবস্থার উন্নতি হলে জেনারেল সেকশনে নেওয়া হয়।

স্থানীয় সময় শুক্রবার রাতে ইএসপিএন ব্রাজিলের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। তবে সাওপাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

চলতি মাসের শুরুতে তার কোলন টিউমার অস্ত্রোপচার করা হয়েছিল। এরপর সাতদিন আগে তাকে হাসাপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল।

শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাওপাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের আইসিইউ কেন্দ্রে ভর্তি করা হয়।

ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জেতা পেলে ৯২ ম্যাচে ৭৭ গোলে এখনো দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। চারটি বিশ্বকাপে গোল করা মাত্র চারজন খেলোয়াড়ের একজন তিনি।

এসএইচ-০৮/১৮/২১ (স্পোর্টস ডেস্ক)