ইংলিশ লিগের খেলোয়াড়দের নিয়েই ব্রাজিল দল ঘোষণা

বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। আগামী মাসে ব্রাজিলের প্রতিপক্ষ ভেনেজুয়েলা, কলম্বিয়া ও উরুগুয়ে।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আবারও মাঠে নামছে ব্রাজিল। এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেও বাতিল হয়েছিল সেই ম্যাচ। খেলা মাঠে গড়ানোর কয়েক মিনিটের মাথায় কোয়ারেন্টাইনজনিত জটিলতার কারণে স্থগিত হয়ে যায় খেলা। তবে বাতিল হওয়া সেই ম্যাচটি এখনও অনুষ্ঠিত হয়নি। কবে হবে তা নিয়েও কোন স্পষ্ট ঘোষণা আসেনি। তবে এরই মধ্যে ব্রাজিলের সামনে এখন ব্যস্ত সূচি।

আগামী ৭ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচ খেলবে ব্রাজিল ফুটবল দল। সেই তিন ম্যাচের জন্য ঘোষিত দলে এবারও ইংলিশ ক্লাবে খেলা ফুটবলারদের রেখেছেন ব্রাজিল কোচ তিতে।

এর আগে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল কোচ তিতে ইংলিশ লিগে খেলা বেশ কিছু খেলোয়াড়কে দলে ডেকেও পাননি। সামনে আবারও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। সেই ম্যাচগুলোর জন্য ইংলিশ লিগের খেলোয়াড়দের নিয়েই আবারও দল ঘোষণা করেছেন কোচ তিতে।

চলতি মাসে করোনাভাইরাসজনিত অ্যালিসন, ফ্যাবিনিও, গ্যাব্রিয়েল জেসুস, এডারসনসহ বেশ কয়েকজন ফুটবলার খেলতে পারেননি ব্রাজিলের হয়ে। কারণ, করোনার কারণে লাল তালিকাভুক্ত হওয়া ব্রাজিলে গিয়ে তারা খেলুক এটি চায়নি তাদের ক্লাবগুলো। কেননা খেলতে গেলেই তাদের অপেক্ষা করবতে হতো দশ দিনের কোয়ারেন্টাইন।

তবে ব্রাজিলের আগের সেই অবস্থা এখনো পাল্টায়নি। কিন্তু সেই ফুটবলারদের রেখেই আবারও দল ঘোষণা করছে ব্রাজিল।

আর এ বিষয়ে দলের সমন্বয়ক পাওলিস্তা বলেন, ‌’পরিস্থিতির পরিবর্তন হবে শিগগিরই। ফিফা, ইপিএল আর ইংলিশ সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। সমাধান আসবে বলে আশা করছি।’

আগামী ৭ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর ১০ অক্টোবর তারা খেলবে কলম্বিয়ার মাঠে। আর সবশেষ ১৪ অক্টোবর ঘরের মাঠে ব্রাজিল খেলবে উরুগুয়ের বিপক্ষে। এখন পর্যন্ত ৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল, ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্জেন্টিনা।

ব্রাজিল দল:

গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), ওয়েভেরটন (পালমেইরাস), এডারসন (ম্যানচেস্টার সিটি)।

ডিফেন্ডার: দানিলো (য়্যুভেন্তাস), গিলেরমো আরানা (অ্যাতলেটিকো মিনেইরো), আলেক্স সান্দ্রো (য়্যুভেন্তাস), এমারসন রয়াল (টটেনহ্যাম হটস্পার), এডারর মিলিতাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা), মার্কিনিয়োস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)।

মিডফিল্ডার: ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফ্যাবিনিয়ো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), এডেনিলসন (স্পোর্ত ক্লাব ইন্তারনাসিওনাল), জেরসন (মার্সেই), লুকাস পাকুয়েতা (অলিম্পিক লিওঁ), এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো)।

ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), অ্যান্তোনি (আয়াক্স), রাফিনহো (লিডস ইউনাইটেড), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), মাথেউস কুনিয়া (হের্থা বার্লিন), গাবি (ফ্লামেঙ্গো)।

এসএইচ-০৬/২৫/২১ (স্পোর্টস ডেস্ক)