টিম টাইগার্সদের নিয়ে শাওন-সৌরভের গান ‘বিশ্বকাপে বিশ্ব কাঁপে’

দেশের মানুষের কাছে ক্রিকেট এক আবেগ, উৎকণ্ঠা, ভালোলাগা, ভালোবাসা আর উৎসবের নাম। ক্রিকেটের সবচেয়ে জমজমাট ফরমেট টি-২০। আর দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে টিম টাইগার্সকে উৎসর্গ করে ‘বিশ্বকাপে বিশ্ব কাঁপে’ শিরোনামে নতুন গান নিয়ে এসেছে রেডিও টুডে!

গানটি এরই মধ্যে দারুণ সাড়া ফেলেছে। ক্রিকেট উন্মাদনা থেকে গানটি লিখেছেন শওকত সমুদ্র। সুর ও সংগীত করেছেন ডিউক থিওটোনাস মুরমু আর গেয়েছেন ফখরুল হক শাওন ও শুনু সৌরভ।

গানের শিল্পী শাওন বলেন, ‘আমরা চেষ্টা করি সবসময়ই শ্রোতাদের ভিন্ন কিছু দিতে, এরই ফলাফল এই গানটি। এই গানের মাধ্যমে আমরা বাংলাদেশের দলের খেলোয়ারদের সাপোর্ট দিতে চেয়েছি আমাদের লিসেনারদের মাধ্যমে।’

আশাবাদ ব্যক্ত করে শাওন আরও বলেন, ‘গানটি ভালোবেসে আমাদের শ্রোতারা যখন এটিকে শেয়ার করবে, তখন একজন থেকে লাখো মানুষ গানটি শুনবে।

এই গানের মাধ্যেমে যে কথাগুলো বলা হয়েছে, সেগুলো আসলে বাংলাদেশের সব মানুষের মনের কথা, আর মনের কথাগুলোকে যদি গানের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া যায় তাহলে আনন্দটা বেড়ে যায় বহুগুন।’

গানটির প্রধান উদ্দেশ্যে সম্পর্কে শিল্পী শাওন জানান, ‘সর্বোপরি এই গানটি তৈরি করার প্রধান উদ্দেশ্য দেশের ক্রিকেট এবং বাংলাদেশ দলকে শুভকামনা জানানো।’

এসএইচ-৩৭/১২/২১ (স্পোর্টস ডেস্ক)