টাইগারদের প্রথম টেস্টের দল ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৬ সদস্যের এই দলে রাখা হয়েছে সদ্য ইনজুরি কাটিয়ে ফেরা সাকিব আল হাসানকে।

তবে সাকিবের দলে যোগ দেওয়ার বিষয়টি ফিটনেস পরীক্ষা পর্যন্ত ঝুলে থাকবে। এ ছাড়াও অবসরের ঘোষণা দেওয়ায় মাহমুদউল্লাহ রিয়াদকে দলে রাখা হয়নি।

সোমাবার রাত সাড়ে ৮টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো দলে ডাকা হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী মাহমুদুল হাসান জয়কে।

এ ছাড়াও ডাক পেয়েছেন রেজাউর রহমান রাজা। দু’জনই আছেন অভিষেকের অপেক্ষায়।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড:

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরি, আবু জায়েদ রাহী, ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, সাকিব আল হাসান (ফিট থাকলে)।

এসএইচ-২১/২২/২১ (স্পোর্টস ডেস্ক)