রোনালদো তদন্তের মুখে!

য়্যুভেন্তাস ছেড়ে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি দেওয়া ক্রিস্টিয়ানো রোনালদোকে তদন্তের মুখে পড়তে হতে পারে। তুরিনের ক্লাবটিতে গত সপ্তাহে পুলিশের অভিযানের পর এ তথ্য উঠে এসেছে ইতালিয়ান সংবাদ মাধ্যম লা গাজেতা দেলো স্পোর্টের প্রতিবেদনে।

এ বছরের ২৭ আগস্ট রোনালদোকে কেনার কথা জানায় ম্যানচেস্টার ইউনাইটেড। অভিযোগ উঠেছে, দল ত্যাগের আগে রোনালদো য়্যুভেন্তাসের সঙ্গে যে সম্মতিতে পৌঁছেন সেখানে রয়েছে গড়মিল। ফেয়ার প্লের নীতির ঝামেলা এড়াতে তথ্য গোপন করে তুরিনের বুড়িরা। তাই ওল্ড লেডিদের ডেরায় হানা দিয়েছে পুলিশ। এখন রোনালদোকে ঘিরে তদন্ত শুরুর অপেক্ষা, পর্তুগিজ তারকাকে বিভিন্ন প্রশ্ন করবে তদন্তকারীরা!

স্প্যানিশ সংবাদ মাধ্যমের তথ্যমতে, তদন্ত সংশ্লিষ্টরা রোনালদোর দল বদলের ব্যাপারে সবিস্তার জানতে খুবই আগ্রহী। করোনাভাইরাসের সময়টাতেও নাকি পর্তুগিজ তারকাকে নীতির বাইরে গিয়ে অর্থ যোগান দিয়েছে য়্যুভেন্তাস। এখন তাই তোপের মুখে রয়েছে সিরি আয় সর্বোচ্চ লিগ জয়ী ক্লাবটি।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট দুই বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন রোনালদো। এর আগেও ম্যানইউতে পদধূলি পড়েছে তার। ১৮ বছর বয়সেও আরেকবার ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন তিনি। ওই মেয়াদে ইংলিশ ক্লাবটির জার্সিতে ২৯২ ম্যাচে ১১৮ গোল করেছিলেন পর্তুগিজ মহাতারকা। জিতেছিলেন ৯টি শিরোপা।

রোনালদোকে দলে ভেড়ানোর ইঙ্গিতটা প্রথম দিয়েছিলেন ইউনাইটেডের সদ্য সাবেক কোচ ওলে গানার সোলশায়ার। বলেছিলেন, লাল দূর্গে পেতে চান সিআর সেভেনকে। এজেন্ট হোর্হে মেন্ডিস নয়, ক্রিস্টিয়ানোর সঙ্গে নাকি সরাসরি মধ্যস্থতা করেছেন তারই স্বদেশি ব্রুনো ফার্নান্দেজ। সোলশায়ার বলেন, রোনালদোর সঙ্গে আমাদের সবসময়ই দারুণ সম্পর্ক ছিল। ব্রুনো ওর সঙ্গে যোগাযোগ করছে। রোনালদো জানে আমরা ওর ব্যাপারে কি ভাবছি।

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদ হয়ে য়্যুভেন্তাসে যান রোনালদো। ২০১৭ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে য়্যুভেন্তাসে পাড়ি জমান রোনালদো। ইতালির ক্লাবটির হয়ে ঘরোয়া শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে পারেননি।

এসএইচ-২০/০৪/২১ (স্পোর্টস ডেস্ক)