চেকআপ করাতে সিঙ্গাপুরে সাকিব

জটিল কিছু নয়, চোটেও নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শরীর দুর্বল লাগায় চেকআপ করাতে শুক্রবার (২৭ মে) রাতে সিঙ্গাপুর গেছেন তিনি। সংবাদমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপরাশেন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

জালাল ইউনুস জানান, সাকিবের শরীর দুর্বল। মাঠে নামলে নাকি কেমন কেমন লাগে। তাই চেক আপ করাতে সিঙ্গাপুরে গেছেন তিনি। সিঙ্গাপুরে পুরো শরীর চেক আপ করাবেন।

শরীর খারাপ লাগলেও শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটে-বলে পারফর্ম করেছেন বাংলাদেশি অলরাউন্ডার। হতাশার সিরিজ হারের পরও তিনি ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। ঢাকা টেস্টে এক ইনিংসে বল হাতে অন্তত ৫ উইকেট নেয়ার পাশপাশি ব্যাট হাতে ফিফটি হাঁকান।

এমন ঘটনা তার ক্যারিয়ারে দশম। সাকিবের চেয়ে বেশি এমন কীর্তি আছে ইয়ান বোথামের। ৬ বার করে এই রেকর্ড করেছেন রবিচন্দ্রন অশ্বিন ও রিচার্ড হ্যাডলি। ৫ বার এমন কীর্তি দেখিয়েছেন রবীন্দ্র জাদেজা।

প্রথম টেস্টে সাকিব ব্যাট হাতে ২৬ রান ও বল হাতে ৪ উইকেট শিকার করেন। এর মধ্যে লঙ্কানদের প্রথম ইনিংসে তার শিকার ৩ উইকেট। পরের ইনিংসে নেন এক উইকেট।

এসএইচ-১২/২৮/২২ (স্পোর্টস ডেস্ক)