টেস্ট র‌্যাংকিংয়ে ‘সাকিব চমক’, সামনে কেবল জাদেজা

অনেক দিন পর সাকিব আল হাসান নিয়েছে বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেনের ভার। তার প্রথম অ্যাসাইমেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ভালো করেনি, ফল হয়েছে ৭ ‍উইকেটে হার।

তবে সাকিব লড়েছেন নিজের মতো করে। দুই ইনিংসেই অর্ধশতক হাঁকিয়েছেন সাকিব।

আর এমন পারফর্ম্যান্সেই আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে সাকিবের। অলরাউন্ডারদের মধ্যে এবার সাকিব আছেন ২ নম্বর অবস্থানে।

তার ওপরে আছেন কেবল ভারতের রবীন্দ্র জাদেজা। সাকিবের রেটিং পয়েন্ট ৩৪৬ আর জাদেজার ৩৮৫।

২০১১ সালে প্রথমবারের মতো টেস্ট অলরাউন্ডারদের র‍্যাকিংয়ের শীর্ষে উঠেছিলেন সাকিব। এরপর একবার শীর্ষস্থান হারালেও ২০১৯ সাল পর্যন্ত টেস্টে অলরাউন্ডারদের মধ্যে সেরা পজিশন নিজের কাছেই টানা রেখেছিলেন সাকিব।

এরপর টেস্টে অনিয়মিত হওয়ায় সাকিবকে টপকে অলরাউন্ডারদের তালিকায় ওপরে উঠে আসেন রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, জাদেজারা। তবে টেস্টে অধিনায়ক হয়ে ফিরতেই ৩৫ বছর বয়সী এই টাইগার ক্রিকেটার আবার অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান দখল করার পথে ছুটছেন।

এসএইচ-১০/২২/২২ (স্পোর্টস ডেস্ক)