ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শনিবার (২ জুলাই) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ ম্যাচে কেমন হবে টাইগারদের একাদশ? ব্যাটিংয়ে মূল ভরসা কে হবেন, বোলিং বিভাগের নেতৃত্বেই বা থাকবেন কে?

ডমিনিকায় টাইগারদের হয়ে ইনিংস ওপেন করতে পারেন মুনিম শাহরিয়ার ও এনামুল হক বিজয়। এ দুজনের ইনিংস ওপেন করার একটা ইঙ্গিত পাওয়া গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমনের কথায়। তিনি বলেছেন, ‘মুনিম তো শুরু করেছে। বিজয়ও আছে। মুনিম হয়ত ওপেন করবে, সঙ্গে হয়ত বিজয় থাকবে। নতুন ওপেনিং জুটি। তবে দুজনই অনেক এক্সাইটিং ক্রিকেট খেলে থাকে।’

ওপেনিং জুটির আলোচনা বাদ, এবার আসা যাক বাকিদের কথায়। ওয়ানডাউনে কে নামবেন? টি-টোয়েন্টিতে সবশেষ দুই ম্যাচে বাংলাদেশের হয়ে ওয়ানডাউনে খেলেছেন লিটন দাস। এ ম্যাচেও তিনি খেলতে পারেন এ পজিশনে। লিটনের পরেই নামতে পারেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের পর দেখা যেতে পারে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।

সম্প্রতি সাদা বলের খেলায় বাংলাদেশের ভরসার প্রতীক হয়ে উঠেছেন আফিফ হোসেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবশেষ পাঁচ ম্যাচের চার ইনিংসেই তার ব্যাট থেকে ২০ বা তার বেশি রান এসেছে। মিডল অর্ডারে নুরুল হাসান কিংবা মেহেদী হাসানদের মধ্যে কাউকে দেখা যেতে পারে। স্পিনারদের অগ্রাধিকার দিলে মাঠে নামবেন মেহেদীই। হার্ডহিটার বিবেচনা করলে সোহান হয়ত এগিয়েই থাকবেন। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে সুযোগ মিলতে পারে নাসুম আহমেদের।

বাকি তিনটি পজিশনে খেলবেন কে কে? ওয়েস্ট ইন্ডিজকে অনেকে পেসারদের স্বর্গ রাজ্য থাকেন। তো বাংলাদেশ কি তিনজনের কম পেসার নিয়ে খেলতে নামবে? উত্তরটা না-বোঁধকই হলে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে একসঙ্গেই দেখা যাবে উইন্ডসর পার্কে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

মুনিম শাহরিয়ার, এনামুল হক, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান/মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

এসএইচ-১০/০২/২২ (স্পোর্টস ডেস্ক)