বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি

ক্যারিবীয় সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না টাইগাররা। চলতি মাসের শেষে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বিমান ধরবেন সাকিব-তামিমরা। এক নজরে দেখে নেয়া যাক দু’দলের ম্যাচের সূচি।

প্রায় এক বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে ২০২১ সালের জুলাইয়ে সবশেষ তাদের বিপক্ষে মাঠে নেমেছিল সাকিব-তামিমরা। সে সিরিজে অবশ্য তিন ফরম্যাটেই খেলেছিল বাংলাদেশ দল। এবারের সফরে থাকছে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ।

আগামী ৩০ জুলাই হারারে স্পোর্ট ক্লাবে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে মাঠে গড়াবে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ। আর ১০ আগস্ট সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ শেষে দেশের উদ্দেশে রওনা দেবেন টাইগাররা। সূচি চূড়ান্ত, বাকি শুধু দল ঘোষণা। যদিও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আগেই জানিয়েছিলেন, সেরা দলটাই যাবে জিম্বাবুয়ে সফরে। ক্যারিবীয় সফরে যাওয়া দলের সঙ্গে এ দলের খুব বেশি পার্থক্য থাকছে না। অর্থাৎ প্রায় একই দল নিয়ে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ।

এক নজরে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের সূচি:

টি-টোয়েন্টি ম্যাচের সূচি
প্রথম টি-টোয়েন্টি
৩০ জুলাই, বাংলাদেশ সময় বিকাল ৫টায়

দ্বিতীয় টি-টোয়েন্টি
০১ আগস্ট, বাংলাদেশ সময় বিকাল ৫টায়

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি
০২ আগস্ট, বাংলাদেশ সময় বিকাল ৫টায়

ওয়ানডে ম্যাচের সূচি
প্রথম ওয়ানডে
০৫ আগস্ট, বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিট

দ্বিতীয় ওয়ানডে
০৭ আগস্ট, বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিট

তৃতীয় ও শেষ ওয়ানডে
১০ আগস্ট, বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিট

সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের হারারে স্পোর্ট ক্লাবে।

এসএইচ-০৮/১৯/২২ (স্পোর্টস ডেস্ক)