সাবিনারা সাফের শিরোপা নিয়ে দেশে ফিরলেন

নেপালে ইতিহাস গড়ে দেশে ফিরেছেন সাফজয়ী বাংলাদেশের নারী ফুটবলাররা।

প্রতীক্ষার প্রহর শেষ। নারী সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে নেপালের কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার দুপুর দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সাবিনা-সানজিদারা। ট্রফির উল্লাসে মেতে উঠার অপেক্ষায় গোটা দেশ।

সাফজয়ী কন্যাদের বরণ করে নিতে প্রস্তুত করা হয়েছে ছাদখোলা বাস। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসটি যাত্রা শুরু করবে কাকলি হয়ে।

এরপর মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয় অফিসের পর বিজয় সরণীতে এসে হাতের বাঁয়ে চলে যাবে। সেখান থেকে তেজগাঁও হয়ে পুনরায় ফ্লাইওভার দিয়ে মৌচাক হয়ে কাকরাইলে পৌঁছাবে।

কাকরাইল থেকে হাতের বাঁয়ে-ফকিরাপুল, আরামবাগ এবং মতিঝিল ও শাপলা চত্বর হয়ে বাফুফে গিয়ে পৌঁছাবে।

এর আগে গত সোমবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার শিরোপা জেতে বাংলাদেশ।

এসএইচ-০৭/২১/২২ (স্পোর্টস ডেস্ক)