মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাতে ঘানার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। অন্যদিকে ৫ ঘণ্টার ব্যবধানে ভোরে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১২টায় ফ্রান্সের স্তাদে ওসেয়ানে ঘানার মোকাবিলায় মাঠে নামবে নেইমাররা। অন্যদিকে শনিবার ভোর সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে মাঠে নামবে মেসিরা।

ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য গত ১০ সেপ্টেম্বর ২৬ সদস্যের দল ঘোষণা করে ব্রাজিল কোচ তিতে। যেখানে প্রথমবারের মতো দলে ডাক হয় য়্যুভেন্তাস ডিফেন্ডার ব্রেমের ও রোমার ডিফেন্ডার ইবানেসকে। ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে সেলেসাওদের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের অপেক্ষায় এই দুই ডিফেন্ডার।

তিতের স্কোয়াডে ইউরোপের লিগে খেলা ফুটবলারদেরই আধিপত্য। যেখানে অভিজ্ঞদের মধ্যে প্রত্যাশিতভাবে আছেন গোলরক্ষক অ্যালিসন বেকার, ডিফেন্ডার থিয়াগো সিলভা, ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো ও দলের সবচেয়ে বড় তারকা নেইমার।

ব্রাজিলিয়ান লিগ থেকে ডাক পেয়েছেন কেবল তিনজন খেলোয়াড়। তারা হলেন- পালমেইরাসের গোলরক্ষক ওয়েভেরতন, ফ্লামেঙ্গোর দুজন মিডফিল্ডার এভেরতন রিবেইরো ও ফরোয়ার্ড পেদ্রো। এদিকে আর্সেনালের হয়ে দুর্দান্ত ফর্মে থাকলেও ২৬ সদস্যের দলে জায়গা পাননি গ্যাব্রিয়েল জেসুস। বাদ পড়েছে তার আরেক ক্লাব সতীর্থ গ্যাব্রিয়েল মার্তিনেল্লিও।

কাতার বিশ্বকাপের মূল দলে জায়গা করে নিতে এ ম্যাচগুলোতে ভালো করার বিকল্প নেই সুযোগ পাওয়াদের জন্য। টানা ১৩ ম্যাচে অপরাজিত ব্রাজিল ঘানাকে হারিয়ে সংখ্যাটা নিঃসন্দেহে ১৪ তে নিয়ে যেতে চাইবে। ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ব্রাজিলের বিপক্ষে এর আগে ৪ বারের দেখায় সব ম্যাচে হেরেছে ৬০তম স্থানে থাকা ঘানা।

এদিকে বিশ্বকাপের আগে ২৮ সদস্যের আর্জেন্টিনার দলকে হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষে পরীক্ষা নিরীক্ষা করতে চায় কোচ লিওনেল স্কালোনি। তাদের দলের নতুন চমক ২১ বছর বয়সী আলমাদা।যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারে (এমএলএস) খেলা আলমাদা তার পারফরম্যান্স ঝলকে জায়গা করে নিয়েছেন মেসি-ডি মারিয়াদের সঙ্গে।

জাতীয় দলে নিজেকে প্রমাণ করার সুযোগ থাকবে পাওলো দিবালার সামনেও। অন্যদিকে লিসান্দ্রো মার্টিনেজ, রদ্রিগো ডি পল ও লেয়ান্দ্র পারেদেসদের সামনেও সুযোগ থাকবে বিশ্বকাপের চূড়ান্ত একাদশে জায়গা করে নেয়ার।

ফিফা র‌্যাঙ্কিংয়ের তিনে থাকা আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এখনও কোনো জয়ের দেখা পায়নি ৮০তম স্থানে থাকা হন্ডুরাস। দুই ম্যাচের দুটিতেই জয় আছে আলবিসেলেস্তেদের। আর্জেন্টিনা সবশেষ হন্ডুরাসের মুখোমুখি হয়েছিল ২০১৬ সালে। সেই ম্যাচটিতে হিগুয়েনের গোলে ১-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। অন্যদিকে নিজেদের শেষ ১৪ ম্যাচের একটিতেও জয় পায়নি হন্ডুরাস।

ব্রাজিল দল

গোলরক্ষক: অ্যালিসন, এদেরসন, ওয়েভেরতন
ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, আলেক্স তেলস, দানিলো, ব্রেমের, এদের মিলিতাও, ইবানেস, মারকুইনস, থিয়াগো সিলভা
মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, এভেরতন রিবেইরো, ফাবিনিয়ো, ফ্রেদ, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: আন্তোনি, রবের্তো ফিরমিনো, মাথেউস কুনইয়া, নেইমার, পেদ্রো, রাফিনিয়া, রিচার্লিসন, রদ্রিগো গোয়েজ, ভিনিসিউস জুনিয়র।

আর্জেন্টিনা দল

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ফাঙ্কো আরমানি ও জেরোনিমো রুলি।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, জার্মেইন পেৎসেয়া, নিকোলাস ওটামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টালিয়াফিকো, মার্কোস আকুনইয়া, ফাকুন্দো মেদিনা, নেহুয়েন পেরেজ, ক্রিশ্চিয়ান রোমেরো।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, আলেহান্দ্রো গোমেজ, আলেক্সিস মাক আলিস্তার, এনজো ফার্নান্দেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া।
ফরোয়ার্ড: অ্যাঞ্জেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, হোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, লুকাস ওকাম্পোস।

এসএইচ-০৭/২৩/২২ (স্পোর্টস ডেস্ক)