বিশ্বকাপের আগে কোনো রুমমেট না, একা থাকছেন মেসি

শেষ প্রস্তুতি ম্যাচ খেলে কাতারে পৌছে গেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এরই মধ্যে আলবিসেলেস্তাদের ঘিরে উন্মাদনায় মেতে উঠেছে সমর্থকরা। সবশেষ ৩৬ ম্যাচ না হারার রেকর্ড নিয়ে বিশ্বকাপ শুরু করতে যাবার আগে কি করছেন মেসি, কিভাবে সময় কাটাচ্ছেন তা জানতে আগ্রহের কমতি নেই তার ভক্ত সমর্থকদের।

সাত বারের ব্যালন ডি’অর জয়ী এ আর্জেন্টাইন সুপারস্টারের ওপর নির্ভর করছে দলটির ভবিষ্যত। তবে, নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে কোনো রুমমেট রাখেননি লিও। কিন্তু কেনো?

ক্যারিয়ারে প্রায় পুরো সময়টাতেই মেসির রুমমেট হিসেবে ছিলেন আরেক আর্জেন্টাইন সুপারস্টার সার্জিও অ্যাগুয়েরো। তাদের জুটি ছিলো দলের সকলের জন্য অনুপ্রেরণার। সবশেষ কোপা আমেরিকা জেতা পর্যন্ত এক সাথেই থাকতেন মেসি-অ্যাগুয়েরো।

আর, অ্যাগুয়েরো অবসর নেবার পর মেসির সাথে বেশ ভালো সম্পর্ক ছিলো রদ্রিগো ডি পলের। ধারণা করা হচ্ছিলো, এবার হয়তো মেসির সাথে রুম ভাগাভাগি করবেন রদ্রিগো।

এ ব্যাপারে সমর্থকদের কৌতুহল মিটিয়েছেন কাতার বিশ্বকাপ কভার করতে যাওয়া আর্জেন্টাইন সাংবাদিক গ্যাসটন এডুল।

ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলে এডুল জানিয়েছেন, বিশ্বকাপ জয়ের মিশনে থাকা ছোট জাদুকর থাকছেন একদমই একা, সাথে নেই কোনো রুমমেট। শুধু তাই নয়, গেলো বছরখানেক ধরেই এলএম টেন একা থাকতেন। এ সময়টায় ধীরে ধীরে নিজেকে তৈরি করছিলেন বিশ্বকাপের জন্য।

তাহলে ২৬ সদস্যের দলে আরেকজনকে সিঙ্গেল রুমে থাকার কথা। সেটাও জানা গেছে, গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ একজন কোচিং স্টাফের সাথে ভাগাভাগি করেছেন রুম। আর, বাকি ২৪ জন রয়েছেন জোড়ায় জোড়ায়।

এসএইচ-১৫/১৭/২২ (স্পোর্টস ডেস্ক)