আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার মতো আশা দেখছেন না মাশরাফী

বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে কাতার পাড়ি দিয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। কিন্তু শুরুতেই তারা এত বড় হোঁচট খাবে, সেটা কল্পনা করেনি পুরো ফুটবল বিশ্ব। ব্রাজিলকে হারিয়ে কোপা এবং ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জেতা দলটি কিনা হেরে বসেছে সৌদি আরবের বিপক্ষে!

প্রিয় দলের এমন হারে কিছুটা মন খারাপ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজারও। ম্যারাডোনার ফুটবলশৈলীর প্রেমে পড়ে আকাশী-সাদা জার্সিটা গায়ে চাপিয়েছেন। তবে প্রিয় দলকে নিয়ে আশাবাদী নন তিনি।

বৃহস্পতিবার গণমাধ্যমকে মাশরাফী বলেন, যে দল সাপোর্ট করেন, তারা হারলে স্বাভাবিকভাবেই খারাপ লাগে। কিন্তু আর্জেন্টিনাকে নিয়ে কখনো কোনো প্রত্যাশা ছিল না। সুতরাং সেভাবে ভাবার কোনো সুযোগ নেই।

তিনি যোগ করেন, যতদিন ধরে খেলা দেখে আসছি, বিশ্বকাপ নেয়ার মতো কখনো প্রত্যাশা তৈরি হয়নি। হয়ে গেলে সেটা ভিন্ন ব্যাপার।

মেসি প্রসঙ্গে বলেন, মেসি বিশ্বকাপ জিতলে আমাদের কিছু হবে না, হারলেও আমাদের কিছু হবে না। সমর্থন করি এটাই। মেসি কিংবা রোনালদো ওরা অনেক বড় ফুটবলার। শুধু বিশ্বকাপ দিয়ে তো আর সব হয় না।

এসএইচ-১৯/২৩/২২ (স্পোর্টস ডেস্ক)