ক্যামেরুনকে হারিয়ে ব্রাজিলকে সতর্ক করল সুইজারল্যান্ড

প্রথম হাফে সুইজারল্যান্ডের সাথে সমানে সমান লড়াই করে যাচ্ছিল ক্যামেরুন। তবে দ্বিতীয় হাফে আর পেরে উঠেনি লেন লায়ান্সরা। দ্বিতীয় হাফের শুরুতেই এমবোলোর গোলে এগিয়ে যায় রেড ক্রসেসরা। সেই গোল আর পরিশোধ করতে পারেনি ক্যামেরুন। ফলে সুইজারল্যান্ডের কাছে সেই ১-০ তে হার নিয়েই কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠ ছাড়ে ক্যামেরুন।

বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধের মাত্র তিন মিনিটেই ডি-বক্সে শাকিরির পাস থেকে ওয়ান টাচে গোল করে দলকে এগিয়ে দেন ব্রিল এমবোলো। তবে গোল খেয়ে দমে যায়নি লেস লায়ান্সরা। আক্রমণ চালিয়ে যাচ্ছিল একের পর এক।

আক্রমণের পাশাপাশি দলে পরিবর্তন এনেও লাভ হচ্ছিল না। ১৩ মিনিটে ক্যামেরুন কোচ চার পরিবর্তন নামিয়ে দলের আক্রমণ ভাগ আরও বাড়িয়ে তুলেছিল। তবে কাজের কাজ কিছুই হচ্ছিল না।

ক্যামেরুন খেলোয়াড়রা ডি-বক্সে গিয়ে কখনও ডিফেন্ডারের বাঁধা, না হয় কখনও গোলরক্ষকের দারুণ সেভ, যার কারণে গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ১-০ তে জয় নিয়ে ব্রাজিলকে সতর্ক করে রাখল সুইসরা। ২৮ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে শাকা-শাকিরারা।

এদিকে এই হারের পর ঘুরে দাঁড়াতে চাইবে ক্যামেরুন। ২৮ তারিখে ব্রাজিলের খেলার আগে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা।

এসএইচ-১৭/২৪/২২ (স্পোর্টস ডেস্ক)