কাতার বিশ্বকাপের প্রথম লাল কার্ড

কাতার বিশ্বকাপে প্রথম লাল কার্ডের দেখা মিললো।

ম্যাচের ৮৬ মিনিটের মাথায় ওয়েলসের গোলরক্ষক হেনেসি এই লাল কার্ডের শিকার হন।

ডিবক্সের বাইরে এসে বল ফ্লিক করতে গিয়ে সংঘর্ষ হয় ইরানের খেলোয়াড়ের সাথে।

বলে কোনোধরনের স্পর্শ না থাকায় রেফারি তাকে লাল কার্ড দেখান।

পুরো ম্যাচ জুড়েই অসাধারণ খেলেছেন এই গোলরক্ষক। রুখে দিয়েছেন ইরানের করা একের পর এক শক্তিশালী সব শট।

এসএইচ-০৫/২৫/২২ (স্পোর্টস ডেস্ক)