তিউনিশিয়া পরীক্ষায় পাস করলো অস্ট্রেলিয়া

দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা টিকিয়ে রাখার লড়াইয়ে তিউনিশিয়াকে ১-০ গোলে পরাজিত করেছে অস্ট্রেলিয়া। ম্যাচের ২৩ মিনিটের সময় ডিউকের দেয়া গোলের ব্যবধান নিয়েই হাসিমুখে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

এর আগে, ফ্রান্সের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর তিউনিশিয়ার বিপক্ষে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে অস্ট্রেলিয়া। আর তার ফলাফল পেয়ে যায় দলটি ম্যাচের ২৩ মিনিটেই। ডিউকের দুর্দান্ত গোলে এগিয়ে যায় দলটি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণ করতে থাকে। কিন্তু গোল নামক সোনার হরিণের দেখা আর পায় না কোনো দলই।

বল দখলে এগিয়ে ছিল তিউনিশিয়া। গোলে শটও বেশি করেছে তিউনিশিয়া। গোলে শট করেছে তিউনিশিয়া ৪টি। বিপরীতে অস্ট্রেলিয়া ২টি। কিন্তু ভাগ্য দেবী অস্ট্রেলিয়ার পক্ষে থাকায় গোলের দেখা আর পায় না তিউনিশিয়া।

সুপার সিক্সটিনের আশা বাঁচিয়ে রাখতে দুই দলের জন্যই জয়টা গুরুত্বপূর্ণ ছিল। কানাডার বিপক্ষে ড্রয়ের পর আজ জিততে পারলে অনেকটাই এগিয়ে থাকতো তিউনিসরা। তবে তাদের সে আশা পূরণ হতে দেয়নি অস্ট্রেলিয়া।

আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচটিতে দুই দলই গোলের খোঁজে মরিয়া ছিল। সুযোগও পেয়েছিল বেশ কিছু। তবে কাজে লাগাতে পারেনি কেউই।

প্রথমার্ধে ম্যাচের ১৯ তম মিনিটে এগিয়ে যাবার সুযোগ এসেছিল তিউনিসিয়ার সামনে। তবে ইউসেফ মাসাকনি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন পুরোপুরি।

এসএইচ-১৩/২৬/২২ (স্পোর্টস ডেস্ক)