বহিষ্কৃার হলেন মূল গোলরক্ষক

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ১ গোল হজম করেছিলো ক্যামেরুন। যে ম্যাচে গোলবারের নিচে ছিলেন ইন্টার মিলানের এক নম্বর গোলরক্ষক আন্দ্রে ওনানা।

কিন্তু পরের ম্যাচে ক্যামেরুনের গোলরক্ষক পাল্টে গেলো। শুধু একাদশ থেকেই না, বিশ্বকাপের স্কোয়াড থেকেই বাদ দেয়া হলো তাকে।

সমস্যাটা তৈরী হয় ওনানা’র খেলার ধরন নিয়ে। তার ট্রেডিশনাল খেলার স্টাইল থেকে বের হয়ে আসার কথা বলেছিলেন কোচ। কিন্তু ম্যাচের বেশির ভাগ সময়ই দেখা যায় নিজস্ব স্টাইলে খেলেছেন তিনি। ম্যাচের শেষ দিকে তো নিজ দলের ডিফেন্ডারদের পেছনে ফেলে বল নিয়ে সামনেই এগিয়ে গেছেন তিনি।

এমনকি সেই ম্যাচের গ্রাফেও দেখা যায়, ওনানা যে ৬১ বার বলে টাচ করেছেন তার মধ্যে ২৬ বারই বল ছিল ডি বক্সের বাইরে। এতে ক্ষেপেছেন কোচ রিগোবার্ট সং। কথা না শোনায় দ্বিতীয় ম্যাচের আগেই ওনানাকে বিশ্বকাপের দল থেকে বহিষ্কৃত করা হয়। কারণ দেখানো হয় শৃঙ্খলা ভঙ্গের।

অবশ্য এমন সিদ্ধান্তের খেসারতও দিতে হয়েছে ক্যামেরুনকে। সার্বিয়ার জালে ৩ বার বল পাঠালেও, ৩ গোল হজম করে ড্র নিয়ে কোনো রকমে বিশ্বকাপে টিকে আছে আফ্রিকার অদম্য সিংহরা।

এসএইচ-১৪/২৮/২২ (স্পোর্টস ডেস্ক)