রোমাঞ্চকর জয় পেয়েছে ঘানা

AL RAYYAN, QATAR - NOVEMBER 28: Guesung Cho of Korea Republic scores their team's second goal during the FIFA World Cup Qatar 2022 Group H match between Korea Republic and Ghana at Education City Stadium on November 28, 2022 in Al Rayyan, Qatar. (Photo by Alex Grimm/Getty Images)

এ যেন সার্বিয়া-ক্যামেরুন ম্যাচেরই পুনরাবৃত্তি। প্রথমার্ধে ২ গোল করে জয়ের সুবাস পাচ্ছিল ঘানা। দ্বিতীয়ার্ধে ৩ মিনিটে ২ গোল করে খেলায় দারুণভাবে ফিরে আসে দক্ষিণ কোরিয়া। তবে নাটকীয়তার শেষ এখানেই নয়, দৃশ্যপটে হাজির মোহামেদ কুদুস। ২২ বছর বয়সী আয়াক্স তারকা সবটুকু আলো কেড়ে নিলেন ব্যক্তিগত দ্বিতীয় গোল করে। তাতে ৩-২ গোলের জয়ে শেষ ষোলোর আশা জিইয়ে রাখল ব্ল্যাক স্টার্স।

এডুকেশন সিটি স্টেডিয়ামে সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে দারুণ রোমাঞ্চের পর ৩-২ ব্যবধানে জয় পেয়েছে ঘানা। দলের পক্ষে জোড়া গোল করেন মোহামেদ কুদুস। বাকি গোলটি করেন মোহামেদ সালিসু। দক্ষিণ কোরিয়ার পক্ষে জোড়া গোল করেন চো গুয়ে-সাং।

গ্রুপ ‘এইচ’-এ নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে দারুণ লড়াই করেও ৩-২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল ঘানা। দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত ফুটবল খেলছে ব্ল্যাক স্টাররা। ছেড়ে কথা বলেনি এশিয়ার টাইগাররা। দ্বিতীয়ার্ধে দারুণ ফুটবল খেলে ফিরিয়েছিল সমতা। তবে ব্যবধান গড়ে দিয়েছে মোহামেদ কুদুসের দ্বিতীয় গোল।

শুরু থেকে আক্রমণাত্মক খেলা খেলতে থাকা দক্ষিণ কোরিয়াই এগিয়ে ছিল। কিন্তু খেলার বিপরীতে গোল পেয়ে যায় ঘানা। ২৪ মিনিটে মোহামেদ সালিসুর গোলে এগিয়ে যায় ঘানা। ফ্রি-কিক থেকে জর্ডান আইয়ু দারুণ এক ক্রস ফেলেন কোরিয়ার বক্সে। সালিসু দ্রুত বলের কাছে পৌঁছে জড়িয়ে দেন জালে। বিশ্বকাপে পেনাল্টি ছাড়া এটিই ডেডবল থেকে পাওয়া প্রথম গোল ঘানার।

৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আসরে আলো ছড়ানো তরুণ মোহামেদ কুদুস। ফের গোলের উৎস জর্ডান আইয়ুর ক্রস। ডি-বক্সে তার বিপজ্জনক ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন ডাচ ক্লাব আয়াক্সে খেলা কুদুস।

২০১৪ বিশ্বকাপে আলজেরিয়ার পর প্রথম আফ্রিকান দল হিসেবে প্রথমার্ধে দুই বা ততোধিক গোল করল ঘানা। ব্রাজিলে সেবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষেই প্রথমার্ধে ৩ গোল করেছিল আলজেরিয়া।

টুর্নামেন্টের একমাত্র দল হিসেবে এই ম্যাচের প্রথমার্ধ পর্যন্ত গোলে একটিও শট রাখতে পারেননি কোরিয়ার ফরোয়ার্ডরা। তবে খরা ঘুচেছে দ্বিতীয়ার্ধে। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে ঘানার রক্ষণভাগকে।

৫৮ মিনিটে ব্যবধান কমায় কোরিয়া। ক্যাং লি ঘানার ডি-বক্সে দারুণ একটি ক্রস ফেলেছিলেন। তাতে ডাইভিং হেডে দুর্দান্ত গোল করেন চো গুয়ে-সাং।

৩ মিনিট পরেই ম্যাচে সমতা ফেরান দক্ষিণ কোরিয়ার এই নম্বর নাইন। কিম জিন সুয়ের মাপা ক্রসে ঘানার মেনসাহকে বিট করে দারুণ হেড করেন গুয়ে-সাং। ম্যাচে সমতা ফেরে, জমে ওঠে খেলা।

৬৮ মিনিটে ফের ঘানাকে এগিয়ে দেন মোহামেদ কুদুস। মেনসাহর ক্রসে ঠিকমতো পা লাগাতে পারেননি ইনাকি উইলিয়ামস। বল পেয়ে যান এই আয়াক্স ফরোয়ার্ড। বল জালে জড়াতে ভুল করেননি তিনি।

গোল খেয়ে শোধ করতে মরিয়া হয়ে ওঠে কোরিয়া। আক্রমণের ঢেউ তুলে দেয় ঘানার রক্ষণভাগে। ৭৪ মিনিটে ক্যাং লির দারুণ ফ্রি কিক পাঞ্চ করে বাইরে পাঠিয়ে দলকে রক্ষা করেন ঘানাইয়ান গোলরক্ষক লরেন্স আতি-জিগি। কর্নার থেকে আসা বলে শট নিয়েছিলেন কোরিয়ার খেলোয়াড়। সে শট ব্লক করেন ঘানার ডিফেন্ডার।

শেষের পনেরো মিনিট কোরিয়ার একের পর এক প্রচেষ্টা বাধা পেয়েছে ঘানার রক্ষণদূর্গে। কখনো গোলরক্ষক আতি-জিগি তো কখনো রক্ষণদেয়াল প্রতিহত করেছে শটগুলো। শেষ পর্যন্ত কুদুসের দ্বিতীয় গোলটিই ব্যবধান গড়ে দেয়।

এসএইচ-১৫/২৮/২২ (স্পোর্টস ডেস্ক)