পাঁচ সেকেন্ডের জন্য অন্ধকার স্টেডিয়াম ৯৭৪

বিশ্বকাপের ২য় ম্যাচে মুখোমুখি ব্রাজিল-সুইজারল্যান্ড। প্রথমার্ধের শেষ মিনিটে কর্নার পায় সেলেসাওরা। কিন্তু রাফিনহা কর্নার নিতে যাবেন এমন সময় বন্ধ হয়ে যায় স্টেডিয়ামের বেশ কয়েকটি লাইট বন্ধ হয়ে যায়।

সে সময় রেফারিও আলো কম থাকায় বাঁশি বাজান খেলা বন্ধ রাখার জন্য। যদিও মাত্র ৫ সেকেন্ডের মধ্যেই স্বাভাবিক হয়ে যায় আলোক সরবরাহ।

এর প্রভাব যে ম্যাচে কোন সমস্যা তৈরী করে নি তা পরিষ্কার হয় মাত্র ১ মিনিট অতিরিক্ত সময় দেয়ায়।

গোলশূন্য প্রথমার্ধ পার করেছে ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচ। জয় দিয়ে আসর শুরু করা দু’দলই স্টেডিয়াম ৯৭৪’এ নিজেদের ২য় ম্যাচটা শুরু করে দেখে শুনে।

প্রথম ১০ মিনিট অনেকটাই নিষ্প্রভ ছিল খেলা। তবে ১২ ও ১৩ মিনিটে সার্বিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিলের কাণ্ডারি রিচার্লিসন দুই দফায় সুইসদের ডি বক্সে ঢুকলেও আয়ত্বে রাখতে পারেননি বল।

এসএইচ-২৫/২৮/২২ (স্পোর্টস ডেস্ক)