মেসিকে এক সেকেন্ডও বল রাখতে দেবো না

ইতোমধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট আর্জেন্টিনার ভাগ্য ঝুলে আছে পোল্যান্ডে বিপক্ষে ম্যাচের ওপর। হারলেই বাদ। জিতলে শেষ ষোলো। ড্র করলেও নানা হিসাবের মারপ্যাঁচ। এই পরিস্থিতিতে আগামী দিবাগত রাত একটায় রবার্ট লেভানডোভস্কির পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

ম্যাচের আগে লিওনেল মেসিকে হুমকিই যেন দিলেন পোলিশ ডিফেন্ডার মেতুজ ভিতেজকা, ওর খেলার ধরন আমরা জানি। আমরাও ঠিকঠাক প্রস্তুতি নিয়েই নামবো। আবারও বলছি, এই ম্যাচে আমাদের কাজই হবে মেসির পায়ে এক সেকেন্ডও বল রাখতে না দেওয়া। সেটাই আমরা মন দিয়ে করবো।

পোল্যান্ড জানে মেসিকে আটকাতে না পারলে কি হবে। সেটা আরও ভালো করেন জানেন মেতুজ। ফরাসি লিগে মেসির পিএসজির বিরুদ্ধে কিছু দিন আগে ৫-০ গোলে হেরেছে তার দল।

মেসিকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলে মনে করেন তিনি। মেতুজ বলেন, সবসময় মেসির কাছাকাছি থাকতে হবে। ওকে কোনও জায়গা দেওয়া যাবে না। ওকে আটকাতে হলে প্রতি মিনিটে ওর ওপর নজর রাখতে হবে। আমরা সেটা ভালো মতো জানি।