নিউজিল্যান্ডে বাংলাদেশের মেয়েদের বড় জয়

তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে বাংলাদেশের নারী জাতীয় দল এখন নিউ জিল্যান্ডে। আগামী শুক্রবার ক্রাইস্টচার্চে তাদের প্রথম টি-টোয়েন্টি। এর দুই দিন আগে লিংকনে ঘাম ঝরানো ম্যাচে নিউ জিল্যান্ড একাদশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানার দল।

টস জিতে নিউ জিল্যান্ডের দল আগে ব্যাটিং নেয়। দশম ওভারে মাত্র ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে ধাক্কা খায় স্বাগতিকরা। তবে কেট ইব্রাহিমের (২৬) পর সাচি শাহরি (৩৪) ও হান্না রোউইর (৩৩) ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৫ উইকেটে ১২৪ রান করে নিউ জিল্যান্ড।

বাংলাদেশের পক্ষে সানজিদা আক্তার মেঘলা সর্বোচ্চ ২ উইকেট নেন।

লক্ষ্যে নেমে মুর্শিদা খাতুন ও দিলারা আক্তারের ৭৭ রানের জুটিতে জয়ের ভিত গড়ে বাংলাদেশ। ৭৭ থেকে ৯৭ রানের মধ্যে তিন উইকেট হারালেও জয় পেতে সমস্যা হয়নি। ১৮ ওভারে ৩ উইকেটে ১২৫ রান করে বাংলাদেশ। ইনিংস সেরা ৩৮ রান করেন মুর্শিদা। ২৪ রান আসে দিলারার ব্যাটে। ফারজানা হক ১৭ ও রুমানা আহমেদ ৯ রানে খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।