পেশাদারি ফুটবলে খেলেছেন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ইন্টার মিলান ও এসি মিলানে। বুটজোড়া তুলে রাখার পর এখন পুরোদস্তুর ব্যবসায়ী তিনি। মালিক হয়েছেন স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল ভায়োদোলিদের। এতক্ষণ বুঝে যাওয়ার কথা কার কথা বলা হচ্ছে। তিনি আর কেউ নন, ‘ফেনোমেনন’ খ্যাত ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনালদো নাজারিও।
অবশেষে টানা ৮ বছরের সম্পর্কের পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। স্বদেশি মডেল সেলিনা লকসের সঙ্গে দাম্পত্য জীবন শুরু করছেন রোনালদো। এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম এএস।
রোনালদোর সঙ্গে জুটি বাধার বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন তাঁর বাগদত্তা সেলিনা লকস। সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকারের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেছেন তিনি। ইনস্টাগ্রামে রোনালদোর সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘হ্যাঁ। আমি রাজি। তোমাকে চিরদিনের জন্য ভালোবাসি।’ ব্রাজিলিয়ান কিংবদন্তিও পোস্টটিতে লিখেছেন, ‘তোমাকেও ভালোবাসি।’
২০১৫ সালে সম্পর্কে জড়ান রোনালদো ও লকস। এর আগে আরও তিনবার বিয়ে করেছেন ৪৬ বছর বয়সী রোনালদো। লকসকে নিয়ে চতুর্থবারের মতো ঘর বাঁধছেন তিনি।
এসএ-১২/০১/২৩ (স্পোর্টস ডেস্ক)