বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনালে মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত ক্রিকেট খেলে পয়েন্ট টেবিলের শীর্ষ এক ও দুইয়ে ছিল সিলেট-কুমিল্লা। এই দুই দল গ্রুপপর্বে দুইবারের সাক্ষাতে প্রথমবার জয় পায় সিলেট, পরের ম্যাচে জিতে যায় কুমিল্লা।
পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সবার আগে প্লে-অফ নিশ্চিত করে সিলেট। পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল হিসেবে সিলেটের সঙ্গে প্রথম কোয়ালিফায়ার খেলে কুমিল্লা। সেই ম্যাচে সিলেটকে হারিয়ে সরাসরি ফাইনালে উঠে যায় কুমিল্লা।
সিলেট হেরে গেলেও তারা পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে ফাইনালে ওঠায় আরও একটি সুযোগ পায়। দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে ওঠে সিলেট।
ফাইনালে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন সিলেটকে ৭ উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা জিতে নেয় কুমিল্লা।
বিপিএলের গত আট আসরের মধ্যে চারবার ফাইনালে খেলে অধিনায়ক হিসেবে শিরোপা জিতেন মাশরাফি। তবে পঞ্চমবার ফাইনালে উঠে হেরে যান সিলেটের অধিনায়ক।
বৃহস্পতিবার খেলা শেষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আবেগঘন পোস্ট দেন দেশেসেরা এই অধিনায়ক। তিনি লেখেন-
ওয়েলডান বয়েজ
তোমরা যা করেছ তার জন্য আমি গর্বিত, পুরো দল গর্বিত। ধন্যবাদ সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান এবং ডিরেক্টরদের আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য। ধন্যবাদ কোচিং স্টাফসহ পুরো ম্যানেজমেন্টকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য।
ধন্যবাদ প্রাপ্য অবশ্যই আমাদের পরিবারের সবাইকে, যেভাবে তারা আমাদের সাপোর্ট করেছেন। বিগত দেড় মাস যেভাবে একসাথে সময় কাটিয়েছি খুব মিস করব সবাইকে। ইনশাআল্লাহ দেখা হবে আবার, আড্ডা হবে চুটিয়ে।
জাতীয় দলে যারা সুযোগ পেয়েছে তাদের জন্য শুভকামনা, এই অভিজ্ঞতা নিশ্চয়ই তারা কাজে লাগাবে। আর যারা অন্যান্য জায়গায় খেলবে আশা করি তারাও মেলে ধরবে তাদের নিজেদের। অসাধারণ সিলেট স্ট্রাইকার্স, অভিনন্দন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এসএ-১৮/০২/২৩ (স্পোর্টস ডেস্ক)