সাকিব আল হাসানকে নিয়ে খেলতে নেমেই করাচি কিংসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেয়েছে পেশোয়ার জালমি।
কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার সাকিব ছাড়া খেলতে নেমে মুলতান সুলতানসের বিপক্ষে হেরে যায় বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার।
শুক্রবার পাকিস্তান সুপার লিগের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয় মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন মুলতান বনাম বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি।
এদিন আগে ব্যাট করে ৩ উইকেটে ২১০ রানের পাহাড় গড়ে মুলতান।
টার্গেট তাড়া করতে নেমে সাকিবের পেশোয়ার ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৮.৫ ওভারে ১৫৪ রানে অলআউট হয়। ৫৬ রানে জয় পায় মুলতান।
এসএ-১৮/০২/২৩ (স্পোর্টস ডেস্ক)