মাশরাফির ফেরা প্রসঙ্গে যা বললেন হাথুরুসিংহে

তিন বছর ধরে জাতীয় দলের বাইরে দেশের ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের হয়ে সবশেষ খেলেছিলেন ২০২০ সালের মার্চে। এরপর আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হয়নি। সম্প্রতি মাশরাফি জানিয়েছিলেন, দলে ফেরার কোনো ইচ্ছা নেই তার। বাংলাদেশের নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহেও একই সুরে কথা বললেন।

দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন হাথুরুসিংহে। তার কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জাতীয় দলে ফেরা প্রসঙ্গে।

হাথুরু বলেন, ‘নির্বাচনের জন্য? তাকে নিয়ে চিন্তাভাবনাটা কি নির্বাচনের জন্য?’ এরপর কিছুটা থেমে হাথুরুসিংহে স্পষ্ট করে বললেন, ‘আমি মনে করি সে আর খেলবে না।’

জাতীয় দলে না খেললেও দেশের ঘরোয়া ক্রিকেটে এখনো খেলছেন মাশরাফি। ডিপিএল কিংবা বিপিএল সবখানেই বল হাতে ছুটতে দেখা যায় সাবেক এই অধিনায়ককে। মাশরাফির নেতৃত্বে সদ্য সমাপ্ত বিপিএলে সিলেট স্ট্রাইকার্স খেলেছিল ফাইনালে।

এসএ-১১/২২/০২ (স্পোর্টস ডেস্ক)