মেসি-এমবাপ্পের মাইলফলকের ম্যাচ পিএসজিতে

লিগ ওয়ানের ম্যাচে অসধারণ এক রাত পার করেছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। এদিন ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। আর পিএসজির জার্সিতে ২০০তম গোলের দেখা পেয়েছেন এমবাপ্পে। এই দুই তারকার অবিস্মরণীয় মাইলফলক ছোঁয়ার রাতে মার্শেইকে উড়িয়ে দিয়েছে প্যারিসিয়ানরা।

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে ফরাসি লিগ ওয়ানে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের মোকাবেলায় ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে পিএসজি। ম্যাচে জোড়া গোল করেছেন এমবাপ্পে। অপর গোলটি এসেছে মেসির পা থেকে।

এই জয়ে লিগ ওয়ানে ২৫ ম্যাচে ১৯ জয়ে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করল ক্রিস্টোফার গালতিয়েরের দল। তাদের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে রয়েছে দুইয়ে থাকা মার্শেই। সমান ম্যাচে ১৬ জয়ে তাদের সংগ্রহ ৫২ পয়েন্ট।

ম্যাচের ২৫তম মিনিটেই পিএসজিকে এগিয়ে দেন এমবাপ্পে। এর ঠিক চার মিনিট পর এমবাপ্পের পাস থেকে দ্বিগুণ করেন মেসি। যার মাধ্যমে ৭০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন মেসি। আর দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ২০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন ফরাসি তারকা এমবাপ্পে।

এদিন ইউরোপিয়ান লিগে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ৭০০ গোলের রেকর্ড স্পর্শ করেছেন মেসি। যার মধ্যে বার্সেলোনার হয়ে ৬৭২টি ও পিএসজির হয়ে ২৮টি গোল করেছেন তিনি।

শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবল ক্যারিয়ারে ৭০০ গোলের রেকর্ড তার আগে ছিল পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে রোনালদোর ৭০৯ গোলের মধ্যে সৌদি প্রো লিগে আটটি ও পর্তুগিজ প্রিমিয়ার লিগে করেন পাঁচটি গোল।

আরও একটা জায়গায় রোনালদোর চেয়ে এগিয়ে গেছেন মেসি। ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোলের মাইলফলক ছুঁতে রোনালদোকে খেলতে হয়েছিল ৯৪৩ ম্যাচ। তবে মেসি তার ক্লাব ক্যারিয়ারের ৮৪০তম ম্যাচেই ছুঁয়ে ফেলেছেন।

এদিকে এমবাপ্পেও ২০০ গোল করে যৌথভাবে পিএসজির সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এতদিন পিএসজির হয়ে ২০০ গোলের রেকর্ড এককভাবে দখলে রেখেছিলেন উরুগুয়ে তারকা এডিনসন কাভানি। তবে পরের ম্যাচেই হয়ত তাকেও ছাড়িয়ে যাবেন ফরাসি তারকা।

এসএ-১৫/২৭/০২ (স্পোর্টস ডেস্ক)