বাংলাদেশ-ইংল্যান্ডের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করছে ইংল্যান্ড। ওপেনার জেসন রয়ের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ইংলিশরা। সাবলীল ব্যাটিংয়ে ১০৪ বলে শতক পূরন করেন রয়।
টসে হেরে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকে দুই ইংলিশ ওপেনার জেসন রয় ও ফিল সল্ট। দু’জন মিলে উদ্বোধনী জুটিতে ২৫ রান সংগ্রহ করে। এরপর বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। দলীয় ২৫ রানে ১৫ বলে ৭ রান করে আউট হন সল্ট।
সল্টের বিদায়ের পর ক্রিজে আসেন আগের ম্যাচের জয়ের নায়ক ডেভিড মালান। দ্বিতীয় উইকেট জুটিতে ৫৮ রান সংগ্রহ করেন মালান ও রয়। নিজের অর্ধশতক পূরন করেন রয়।
দলীয় ৮৩ রানে ডেভিড মালানকে আউট করেন মিরাজ। ১৯ বলে ১১ রান করে সাজঘরে ফিরে যান মালান। মালানের বিদায়ের পর ক্রিজে আসেন জেমস ভিন্স। তবে সুবিধা করতে পারেননি তিনি। দলীয় ৯৬ রানে ভিন্সকে সাজঘরে ফেরান স্পিনার তাইজুল ইসলাম।
এক প্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্তের উইকেট আগলে রেখে ১২ চার ও ১ ছক্কার সাহায্যে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি করেন জেসন রয়। শেষ খবর পর্যন্ত ৩১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।
এসএ-২/০৩/০৩ (স্পোর্টস ডেস্ক)