মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামটির জন্য গতকালকের দিনটি ছিল বিশেষ একটি দিন। স্টেডিয়ামের দুটি মাইলফলক ছোঁয়াসহ এদিন আরো কিছু মাইলফলক ছুঁয়েছে সাকিব-তামিম-মুশফিকুর রহমান। তবে দিনটি রাঙিয়ে রাখতে পারেননি টাইগাররা। ইংলিশদের দেওয়া পাহাড় সমান রান তাড়া করতে গিয়ে বড় হারের স্বাদ নিতে হয়েছে তামিমবাহিনীর। এ দিনে যেসব মাইলফলক পূর্ণ হয়েছে—
গতকাল বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ আয়োজন করার মধ্য দিয়ে তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের ডাবল-সেঞ্চুরি পূরণ করেছে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের। যা কি-না বিশ্বে ষষ্ঠতম। ২০০ ম্যাচের মধ্যে টেস্ট ২৫টি, ওয়ানডে ১১৬টি ও টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ৫৯টি। এর আগে ২০০৬ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে দিয়ে এ স্টেডিয়ামের যাত্রা শুরু হয়। সেই ম্যাচে সফরকারীদের ৮ উইকেটে হারান টাইগাররা।
মিরপুরে টাইগারদের ‘সেঞ্চুরি’
শেরেবাংলা স্টেডিয়ামের ‘ডাবল সেঞ্চুরি’র দিনে এ মাঠে টাইগারদের হয়েছে সেঞ্চুরি। গতকাল তামিমরা হোম অব ক্রিকেটে নিজেদের শততম ওয়ানডে ম্যাচ খেলতে নেমিছিল। তবে শততম ম্যাচ রাঙ্গাতে পারেননি টাইগাররা, হেরেই মাঠ ছাড়তে হয় এই মাইলফলক ছোঁয়ার দিনে। গতকালকের আগে ৯৯ ম্যাচের ৫০ টিতে জয় পেয়েছে বাংলাদেশ। ৪৮ ম্যাচে হেরেছে টাইগাররা, ১ টি ম্যাচে আসেনি কোনো ফল।
সাকিবের ‘৪০০’
আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিব আল হাসান অভিষেকের পর থেকেই একের পর এক করে যাচ্ছেন রেকর্ড। দেশ সেরা এ অলরাউন্ডার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে খেলতে নেমেও ছুঁয়েছেন এক নতুন মাইলফলক। গতকাল নিজের ক্রিকেট ক্যারিয়ারের ৪০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন তিনি। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন সাকিব। সাকিবের আগে এই কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটে গতকালসহ মুশফিকুর খেলেছেন ৪২৭ টি ম্যাচ।
মুশফিকের ‘১৫০’
মাঠ আর দেশ সেরা অলরাউন্ডারের মতো এ দিন নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন টাইগার দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। গতকাল দেশের ক্রিকেটার হিসেবে এক ভেন্যুতে ১৫০ টি আন্তর্জাতিক ম্যাচ খেলার কীর্তি গড়েছেন এই ক্রিকেটার। এদিকে শুধু মুশফিক নয়, এক ভেন্যুতে সর্বোচ্চ ম্যাচ খেলার ক্রিকেটারদের মধ্যে প্রথম চার জনই বাংলাদেশের। শেরে বাংলা স্টেডিয়ামে ১৩৯ টি আন্তর্জাতিক ম্যাচ খেলে মুশফিকের পরের অবস্থানেই আছেন সাকিব আল হাসান।
সাকিব-তামিম জুটির ‘অর্ধশত’ পূরণ
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই মাঠের বাইরে আলোচিত সমালোচিত ছিল সাকিব-তামিমের সম্পর্কে ফাটল নিয়ে। তবে গতকাল এ জুটি ছুঁয়েছেন নতুন এক মাইলফলক। শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে দল যখন শুরুতেই খাদের কিনারায় চলে যায় তখন সাকিব-তামিম ওয়ানডে ফরম্যাটে নিজেদের ‘৫০ তম’ জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরায়। এ ম্যাচে চতুর্থ উইকেটে ৭৯ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার।
এক ভেন্যুতে সর্বোচ্চ রান
গতকাল নিজের ক্যারিয়ারের ৪০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে আরেকটি মাইলফলক ছুঁয়েছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল এক ভেন্যুতে সর্বোচ্চ রানের রেকর্ডটা গড়েছেন সাকিব আল হাসান। যা কিনা এতদিন ছিল তারই সতীর্থ মুশফিকুর রহিমের দখলে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে তিন ফরম্যাট মিলিয়ে ৪ হাজার ৬৬২ রান ডানহাতি এ ব্যাটারের। তবে গতকাল মুশফিকের এ রেকর্ড টপকে গেছেন ‘পোস্টার বয়’ সাকিব। শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে ৫৮ রানের এক প্রতিরোধী ইনিংস খেলার পর তিন ফরম্যাট মিলিয়ে মিরপুরে সাকিবের মোট রান এখন ৪ হাজার ৬৭৩। এই মাইলফলক ছুঁতে বাঁহাতি অলরাউন্ডার ম্যাচ খেলেছেন ১৩৯টি।
এসএ-৩/০৪/২৩ (স্পোর্টস ডেস্ক)