বসুন্ধরা কিংসের সহকারী কোচ, সাবেক ফুটবলার এবং সোনালী অতীত ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম জিলানী মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন।
গোলাম জিলানীর মেয়ে জানিয়েছেন, সকাল ১০টার দিকে রামপুরা সড়কে দুর্ঘটনায় পড়েন তিনি। জিলানী মোটরসাইকেলে শাহজাহানপুরের বাসা থেকে বসুন্ধরা যাচ্ছিলেন।
বেটার লাইফ হাসপাতালের সামনে উল্টোপথে আসা আরেকটি মোটরসাইকেল জিলানীর মোটরসাইকেলের চাকায় আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে।
গোলাম জিলানীর মেয়ে বলেন, ‘আব্বার বাঁ হাতের দুটি হাড় ভেঙে গেছে এবং মাংস বের হয়ে গেছে। জরুরি বিভাগ থেকে বেডে দেওয়ার পর এখন তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আব্বার দুটি অপারেশন লাগবে। এখন জরুরি ভিত্তিতে বের হয়ে যাওয়া মাংসের অপারেশন করা হচ্ছে। দু-তিনদিন পর হাড়ের জয়েন্টের অপারেশন হবে।’
এসএ-১১/০৬/২৩ (স্পোর্টস ডেস্ক)