রান তাড়া করতে নেমে প্রথম পাওয়ার প্লেতেই দলের রান পঞ্চাশ ছাড়িয়ে যাওয়ায় উড়ন্ত সূচনা পেয়েছিল ইংল্যান্ড। ফলে ঘরের মাটিতে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।
টানা তিন ওভারে উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছিল টাইগাররা। কিন্তু চতুর্থ উইকেটে আবারও বাংলাদেশের জন্য বিপদজনক হয়ে উঠছিল জেমস ভিন্স-স্যাম কারান জুটি।
টাইগার বোলাররা বার বার চেষ্টা করেও উইকেটের দেখাই পাচ্ছিলেন না। অবশেষে কারানের উইকেট তুলে নিলেন অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। এরপর আবারও সাকিব ও এবাদত জোড়া আঘাতে হেনেছে ইংল্যান্ড শিবিরে। ফলে ৬ উইকেট তুলে নিয়ে জয়ের আশায় তামিম ইকবালের দল।
এসএ-১৫/০৬/২৩ (স্পোর্টস ডেস্ক)