প্যারিসে মানিয়ে নিতে কষ্ট হয়েছিল মেসির

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে ২০২১ সালের জুনে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) পাড়ি জমান ফুটবলের মহাতারকা লিওনেল মেসি।

বার্সেলনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে যোগ দিয়ে প্রথম বছর নামের সুবিচার করতে পারেননি মেসি। প্রথম বছর প্যারিসে মানিয়ে নিতে কষ্ট হয়েছিল বলে মেসির।

পিএসজির ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘প্রথম বছর প্যারিসে মানিয়ে নিতে সময় লেগেছে। সেটি বিভিন্ন কারণে। কিন্তু এ মৌসুম অন্যভাবে শুরু করেছি। অনেক কিছু জেতার ইচ্ছে আছে মনে। আমি এই ক্লাব, শহর ও শহরের মানুষদের উপভোগ করতে শুরু করেছি। হ্যাঁ, খুব ভালো একটা মৌসুম কাটাচ্ছি।’

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল’র প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে এক গোলে হেরে যায় পিএসজি। বুধবার (৮ মার্চ) দ্বিতীয় লেগের ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। আর এই ম্যাচে প্রসঙ্গে মেসি বলেন, ‘বায়ার্নের বিপক্ষে সবটুকু উজাড় করে দিয়ে ঘুরে দাঁড়াতে হবে। এটাই সবার লক্ষ্য।

এমন মানসিকতা নিয়েই মাঠে নামতে হবে। আমরা মিউনিখে গিয়ে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলব। তবে আমার মনে হয় নিজেদের কাজগুলো ঠিক মতো করলে জেতা সম্ভব।’

এসএ-৭/০৭/২৩ (স্পোর্টস ডেস্ক)