ঘরের মাঠে ওয়ানডেতে বিশ্বসেরা টাইগাররা, এটা নিশ্চিতভাবে বলাই যায়। আর ইংল্যান্ডের এবারের সফরে ওয়ানডে ফরম্যাটে টাইগারদের জয়ের সম্ভাবনাও ছিল। কিন্তু ওয়ানডে ফরম্যাটে না পারলেও টি-টোয়েন্টিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বধ করেছে সাকিব-শান্তরা। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
মঙ্গলবার (১৪ মার্চ) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ইংলিশদের হোয়াইটওয়াশ কিংবা বাংলাওয়াশ করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা। তবে এই ম্যাচের মধ্য দিয়েই টাইগারদের বেঞ্চের শক্তি পরীক্ষার ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। এক্ষেত্রে শান্তদের একাদশে এক বা একাধিক পরিবর্তনের সম্ভাবনা থাকছে।
সোমবার এ নিয়ে কথা বলেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তার দাবি, জয়ের জন্যই শেষ ম্যাচে নামবে টাইগাররা।
হাবিবুল বাশার জানান, জেতার চিন্তা নিয়েই তৃতীয় ম্যাচটাও খেলব। যেভাবে খেলছি, সেটা ধরে রাখাও গুরুত্বপূর্ণ। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে শেষ ম্যাচ জিতে শেষ করতে পারলে আরও ভালো কিছু হবে।
নির্বাচক হাবিবুল বাশার সুমনের ভাষ্য, বেঞ্চে থাকা ক্রিকেটারদের পরীক্ষা করে দেখা উচিত।
এই নির্বাচক জানান, বেঞ্চটা দেখাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি রিজার্ভ ক্রিকেটারদের খেলার সুযোগ না দেন, কখনও যদি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মূল খেলোয়াড়রা ইনজুরিতে পড়ে, তখন তো কোনো প্রস্তুতি ছাড়াই বাকিদের খেলতে হয়।
তিনি আরও জানান, দল সেই সুযোগটা নেবে কি না, সেটি এখনও আলোচনা হয়নি। তবে সেটা করতে পারে, করলে কোনো সমস্যা নেই।
এসএ-১৯/১৩/২৩ (স্পোর্টস ডেস্ক)