ফুটবল থেকে অবসর নিলেন ওজিল

পেশাদার ফুটবল থেকে অবসর নিলেন জার্মানির হয়ে বিশ্বকাপ জয়ী ফুটবলার মেসুত ওজিল। ২০১৮ সালের বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর নেন রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক এই ফুটবলার। এবার পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ওজিল।

বুধবার (২২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন ওজিল। তিনি লিখেন, ‘চিন্তা-ভাবনার পর, পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। আমি প্রায় ১৭ বছর ধরে পেশাদার ফুটবলার হওয়ার সৌভাগ্য পেয়েছি। আমি অবিশ্বাস্যভাবে কৃতজ্ঞ বোধ করছি সেই সুযোগ পাওয়ার জন্য। তবে সাম্প্রতিক সপ্তাহ এবং মাসগুলিতে, কিছু ইনজুরিতে ভুগছি। তাই ফুটবলের বড় মঞ্চ ছেড়ে যাওয়ার এটাই সময়।’

২০১৪ সালের বিশ্বকাপে জার্মানিকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওজিল। জার্মানির হয়ে ৯২ ম্যাচে ২৩ গোল করেন এই মিডফিল্ডার।

এসএ-১৩/২২/২৩ (স্পোর্টস ডেস্ক)