রেকর্ড সেঞ্চুরিতে ৪ ধাপ এগোলেন মুশফিক

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন মুশফিকুর রহিম। ৬০ বলে ক্যারিয়ারের নবম সেঞ্চুরির করেছিলেন মিস্টার ডিপেন্ডেবল। এমন বিধ্বংসী ইনিংসে খেলার পর সুখবর পেলেন মুশফিক।

বুধবার (২২ মার্চ) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) হালনাগাদকৃত ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়েছেন মুশফিক। রেকর্ড গড়া সেঞ্চুরি দিয়ে সেরা ২০ এ জায়গা করে নিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। বর্তমানে ১৮তম স্থানে অবস্থানে করছেন মুশফিক।

বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। মুশফিকের উন্নতির দিনে অবনতি হয়েছে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের।

ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও সুবিধা করতে না পারায় ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে ৩ ধাপ পিছিয়েছে তামিম। বর্তমানে ২২তম স্থানে রয়েছেন এই বাঁহাতি এই ওপেনার।

এসএ-১৪/২২/২৩ (স্পোর্টস ডেস্ক)