বৃষ্টিতে ধাক্কা খেলো শ্রীলঙ্কার স্বপ্ন

বৃষ্টিতে পন্ড হলো নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ক্রাইস্টচার্চে আজকের এই ম্যাচ বৃষ্টিতে পন্ড হওয়ায় আগামী ওয়ানডে বিশ্বকাপ সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখার পথে বড় এক ধাক্কা খেলো লঙ্কানরা।

বৃষ্টিতে পন্ড হওয়ায় নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা দুই দলই সমান ৫ পয়েন্ট করে পেল। বিশ্বকাপ সুপার লিগ টেবিলে ২৩ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে শ্রীলঙ্কা। ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের দশমস্থানে আছে দক্ষিণ আফ্রিকা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে জিতলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৯২। তখন নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের বাকি ২ ম্যাচে জিতলেই বিশ্বকাপে সরাসরি খেলবে দক্ষিণ আফ্রিকা। আর নিউজিল্যান্ডের কাছে শেষ ম্যাচে হারলে সরাসরি বিশ্বকাপ খেলার আশা শেষ হয়ে যাবে শ্রীলঙ্কার। তখন বিশ্বকাপে সরাসির খেলার দৌঁড়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। ৩১ মার্চ থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে প্রোটিয়ারা।

আগামী ৩১ মার্চ হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে শ্রীলঙ্কা। অকল্যান্ডের সিরিজের প্রথম ম্যাচ ১৯৮ রানে বড় ব্যবধানে জিতেছিলো নিউজিল্যান্ড।

এসএ-১৬/২৮/২৩ (স্পোর্টস ডেস্ক)