ক্রিকেট ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১০০টি সেঞ্চুরি করেছেন শচীন টেন্ডুলকার। শুধু সেঞ্চুরিতেই নয়, সবেচেয়ে বেশি (১৬৪) ফিফটি, সবচেয়ে বেশি রান (৩৪ হাজার ৩৫৭) সংগ্রহের দিক থেকেও শীর্ষে শচীন।
শচীন টেন্ডুলকারের চেয়ে ৬ হাজার ৩৪১ রান কম করে দ্বিতীয় পজিশনে রয়েছেন শ্রীলংকান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।
জীবনের হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন শচীন। এই কিংবদন্তির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
সৌরভ জানান, ১৯৮৮-৮৯ সালের দিকে ইন্দোরে অনূর্ধ্ব-১৫ ক্যাম্পে প্রথম দেখা হয় শচীনের সঙ্গে। তখন সে খুব ভারি ব্যাটে খেলত। সেবার আমরা ক্যাম্পে এক মাস অনুশীলন করেছিলাম। শচীন আমাকে ওপেনিংয়ে ব্যাট করার পরামর্শ দেয়। আমি ভালোবেসে রাজি হয়েছিলাম। বাকিটা তো ইতিহাস।
শচীনকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সৌরভ বলেন, পঞ্চাশের ক্লাবে স্বাগতম। আমি গত বছর যে ক্লাবে ঢুকেছিলাম শচীন এখন সেই ক্লাবের সদস্য। আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে অনেক ভালোবাসা রইল।
শচীনকে নিয়ে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী আরও বলেন, যে জিনিস শচীনকে বাকিদের থেকে আলাদা করেছে, তাহলো ওর মানসিক শক্তি।
এসএ-০৯/২৪/০৪ (স্পোর্টস ডেস্ক)