ব্যয় কমাতে বন্ধ করা হচ্ছে বার্সা টিভি

১৯৯৯ সালে জোসেপ লুইস নুনেজের অধীন বার্সা টিভি চালু করা হয়েছিল। তখন নুনেজ ছিলেন বার্সেলোনার সভাপতি। তিনি মনে করেছিলেন, ক্লাবের জনপ্রিয়তা বাড়াতে একটি টিভি চ্যানেল খোলা দরকার। যার কারণেই সে বছর জুলাইয়ে বার্সা টিভি চালু করেছিলেন তিনি।

তবে বার্সেলোনা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, টেলিভিশন চ্যানেল বার্সা টিভির কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে আগামী ৩০ জুন।

বার্সা টিভির সম্প্রচার যে সংস্থার মাধ্যমে হতো, সেই টেলেফোনিকার সঙ্গে চুক্তি নবায়ন করা হচ্ছে না।

মূলত আর্থিক সংকটের কারণেই যে বার্সা টিভি বন্ধ হচ্ছে, তা কারো অজানা নয়। চ্যানেলটি বন্ধ হওয়ার কারণে ১৩০ কর্মী চাকরি হারাচ্ছেন বলে জানিয়েছে স্পেনের বেশকিছু সংবাদমাধ্যম। তবে চ্যানেল বন্ধ হলেও স্টুডিওসকে অনলাইন স্ট্রিমিংয়ের জন্য কাজে লাগাবে তারা।

কিছুদিন আগেই বার্সা স্টুডিওসের ২৪.৪ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছিল বার্সেলোনা। তাতে ২০ কোটি ইউরো পেয়েছিল তারা।

এসএইচ-০৪/২৮/২৩ (স্পো্টস ডেস্ক)