মেসি হতে পারবেন কি সাকিব?

লিওনেল মেসি হতে পারবেন কি সাকিব আল হাসান? নিজের সম্ভাব্য শেষ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে কি এনে দিতে পারবেন আরাধ্য ট্রফি? যেটি ফুটবলে করেছিলেন মেসি। টাইগার নির্বাচক হাবিবুল বাশার সুমনের বিশ্বাস সাকিব পারবেন ‘মেসি’ হতে।

কাতার ফুটবল বিশ্বকাপে মেসির অশ্রু দেখে কেঁদেছে গোটা বিশ্ব। সেই আবেগে ভেসেছিলেন বাংলাদেশের পোস্টার-বয় সাকিবও। এবার নিজের সামনেই সুযোগ এসেছে ‘মেসি’ হয়ে সমর্থকদের হৃদয়ে জায়গা করে নেয়ার।

দুই যুগের প্রতীক্ষার এবারই অবসান চান ক্রিকেটভক্ত বাঙালিরা। কাতারে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে যে আনন্দে ভাসিয়েছিলেন মেসি, সেই আনন্দে ভাসতে চায় বাংলাদেশও। মেসি করেছিলেন ফুটবলে, সাকিব যদি ক্রিকেটে করতে পারেন, তাহলে হয়তো বাংলার ‘মেসি’ হয়েই তিনি স্বীকৃতি পাবেন।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘মেসি হয়ে ওঠার জন্য সমস্ত যোগ্যতা সাকিবের রয়েছে। সেটি হতে পারলে এর চেয়ে ভালো কিছু হবে না বাংলাদেশের ক্রিকেটে। দল যেভাবে এগিয়ে যাচ্ছে সেটি ধরে রাখতে পারলে সাফল্য আসবে।’

শুধু সাকিব আল হাসান নন, মুশফিকুর রহিম ও তামিম ইকবালেরও হয়তো শেষ বিশ্বকাপ হবে ভারতে। তাই সিনিয়র ক্যাম্পেইনারদের সম্মান জানাতে সম্ভাব্য সবকিছুই করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিকে দল নির্বাচনে অতীত ইতিহাস কিংবা আবেগ নয়, বরং পারফরম্যান্সকেই গুরুত্ব দেয়ার কথা জানিয়েছেন হাবিবুল বাশার। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দল রয়েছে দারুণ ছন্দে। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ রিয়াদ চূড়ান্ত দলে না থাকলেও রয়েছেন সাকিব-মুশি-তামিম। তারা হয়তো শেষবার বিশ্বকাপ খেলতে নামবেন এবারই। তাই কিংবদন্তি ক্রিকেটারদের কাছে বোর্ডেরও রয়েছে প্রত্যাশা।

বিশ্বকাপের এখনও ছয় মাস বাকি থাকলেও দল নিয়ে আলোচনা প্রতিনিয়তই পাচ্ছে ভিন্ন মাত্রা। বিশেষ করে নাঈম-আফিফ-রিয়াদ ইস্যুতে। তবে নির্বাচকরা বলছেন, সেরা দল নির্বাচনে আবেগের কোনো স্থান থাকবে না।

হাবিবুল বাশার সুমন বলেন, ‘বিশ্বকাপ জিততে হলে অনেক কিছু মেলাতে হয়। প্রতিপক্ষের শক্তি সম্পর্কে ধারণা থাকতে হয়। সে জন্য যাকে সবেচয়ে বেশি যোগ্য মনে হবে তাকেই দলে রাখা হবে।’

এফটিপি অনুযায়ী, এশিয়া কাপ ছাড়া বিশ্বকাপের আগে তিনটি দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে বাংলাদেশের। তবে টুর্নামেন্টের আগে ভারতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার পরিকল্পনাও রয়েছে বিসিবির।

এসএইচ-০৭/০১/২৩ (স্পোর্টস ডেস্ক)