ঘরের মাঠেও হারলো মেসি-এমবাপ্পের পিএসজি

লিগ ওয়ানে ফের হারের লজ্জা পেল লিওনেল মেসি-এমবাপ্পেদের প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। রোববার (৩০ এপ্রিল) লরিয়েন্তের কাছে ৩-১ গোলে হেরেছে পিএসজি।

ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে লরিয়েন্তের বিপক্ষে ম্যাচটি ভুলেই থাকতে চাইবে পিএসজি। ম্যাচের শুরুতেই লাল কার্ড, পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা লরিয়েন্তের কাছে হারের সঙ্গে সমর্থকদের দুয়ো। লিগে শেষ ৬ ম্যাচের ৩ ম্যাচেই হারের মুখ দেখলো ক্রিস্টোফার গ্যালতিয়েরের দল।

ঘরের মাঠে ম্যাচের ১৫ মিনিটে গোল হজম করে পিএসজি। লরিয়েন্তের পক্ষে গোল করেন এনজো লে ফিকে। ম্যাচের ২০ মিনিটের মাথায় গিয়েই আশরাফ হাকিমি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বিপদ আরও বাড়ে পিএসজির।

২৯ মিনিটে এমবাপ্পের গোলে অবশ্য সমতায় ফিরেছিলো পিএসজি। তবে সেটিও বেশি সময় ধরে রাখতে পারেননি তারা। সমতা বেশিক্ষণ টিকেনি। মিনীত দশেক পরই পিসজির গ্যালারিয়ে স্তব্ধ করে লরিয়েন্তকে আবারও এগিয়ে নেন ডার্লিন ইয়োঙ্গার।

২-১ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল পরিশোধের আপ্রাণ চেষ্টা করছিলো মেসি-এমবাপ্পেরা। তবে তাদের কেউই এদিন নিজেদের নামারে প্রতি সুবিচার করতে পারেননি। উল্টো ৮৮ মিনিটে লরিয়েন্তের হয়ে গোল করে পিএসজির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বাম্বা ডিয়েং।

ম্যাচে বাজে পারফরম্যান্সের কারণে ম্যাচশেষে নিজেদের সমর্থকদের কাছেই দুয়ো শুনতে হয়েছে পিএসজিকে। এই ম্যাচ হারলেও ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রয়েছে পিএসজি। সমানসংখ্যক ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে মার্শেই।

এসএ-২০/০১/০৫ (স্পোর্টস ডেস্ক)