দিল্লি ক্যাপিটালসকে ২৭ রানে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফের দিকে আরেকটু এগিয়ে গেলো মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
বুধবার (১০ মে) নিজেদের মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটারদের বড় ইনিংস ছাড়াই ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ পায় চেন্নাই। শিবম দুবে ১২ বলে ২৫, ঋতুরাজ গায়কোয়াড় ১৮ বলে ২৪, আম্বতি রাইদু ১৭ বলে ২৩, আজিঙ্কা রাহানে-রবীন্দ্র জাদেজা ২১ রান করে এবং অধিনায়ক ধোনি ৯ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেলেন। দিল্লির অস্ট্রেলিয়ান পেসার মিচেল মার্শ ১৮ রানে ৩ উইকেট নেন।
১৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ২০ ওভারে ৮ উইকেটে ১৪০ রান করে ম্যাচ হারে দিল্লি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো। চেন্নাইয়ের লঙ্কান পেসার মহেশ পাথিরানা ৩৭ রানে নেন ৩ উইকেট।
এই জয়ে ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানেই থাকলো চেন্নাই। ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে দিল্লি।
এসএ-০১/১১/২৩ (স্পোর্টস ডেস্ক)