আইপিএলে ১০০০ ছক্কা

এবারের আইপিএলে ১০০০তম ছক্কা হলো দিলি­-চেন্নাই ম্যাচে। সেই ছক্কা হাঁকালেন চেন্নাই সুপার কিংসের ডেভন কনওয়ে।

শনিবার দিলি­র ফিরোজ শাহ কোটলায় দিলি­ ক্যাপিটালসের স্পিনার ললিত যাদবের বলে ১০০০তম ছক্কা হাঁকান কনওয়ে। এ নিয়ে দ্বিতীয়বার আইপিএলের এক মৌসুমে এক হাজার ছয় মারার নজির তৈরি হলো।

গত মৌসুমে হয়েছিল ১০৬২টি ছয়। এবারের আইপিএলে লিগপর্বে আরও তিনটি ম্যাচ বাকি। তাই ছয়ের সংখ্যা যে আরও বাড়বে, এতে কোনো সন্দেহ নেই।

এদিকে কাল দিবারাত্রির ম্যাচে চেন্নাই সুপার কিংস (২২৩/৩) দিলি­ক্যাপিটালসকে (১৪৬/৯) হারিয়েছে ৭৭ রানের বড় ব্যবধানে। এই জয়ে ধোনির চেন্নাই জায়গা করে নিল প্লে-অফ পর্বে।

চেন্নাইয়ের কনওয়ে ৫২ বলে ৮৭ এবং রুতুরাজ গায়কোয়াড় ৫০ বলে ৭৯ রান করেন। শিবম দুবে ২২ রান করেন মাত্র নয় বল খেলে। দিলি­র অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৫৮ বলে ৮৬ রান করেন। তিনটি উইকেট নেন দীপক চাহার।

এসএ-১০/২০/২৩ (স্পোর্টস ডেস্ক)