কয়েকদিন আগে অনুশীলন দেখতে শেরে বাংলায় আসেন হাসান মাহমুদের বাবা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসানের বিয়ের সুখবর দেন তিনি। তারই সূত্র ধরে এবার বাগদান সম্পন্ন করলেন হাসান। গতকাল পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয় এই ডানহাতি পেসারের।
বাগদান অনুষ্ঠানে শুধুমাত্র দুই পরিবারের সদস্যরা এবং হাসানের কাছের কিছু বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরের ছেলে হাসান জীবনের ইনিংস শুরু করেছেন মাদারীপুরের মেয়ে চৈতি ফারিয়া ঐশীর সঙ্গে। মাদারীপুরের শিবচর থানার মাদবচর গ্রামের ব্যবসায়ী ফারুক হোসাইনের বড় মেয়ে ঐশী। তিনি এমআইএসটিতে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়াশোনা করছেন। ঐশীর এক বোন ও এক ভাই রয়েছে।
সম্পূর্ণ পারিবারিকভাবেই এই বাগদান সম্পন্ন হয়। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। কোনো অস্বাভাবিক কিছু না ঘটলে বিশ্বকাপ দলে হাসানের থাকা প্রায় নিশ্চিত।
শুধু তাই নয় বিশ্বকাপে টাইগারদের বোলিং আক্রমণেও তার বড় ভূমিকা থাকবে।হাসানের বাবা চান, আপাতত বিশ্বকাপের পুরো মনোযোগ দিক
হাসান। এ কারণে বিশ্বকাপের পর বড় করে অনুষ্ঠান করা হবে বলে জানানো হয় হাসানের পরিবার থেকে। সেখানে জাতীয় দলের সব ক্রিকেটারকে দেখা যেতে পারে।
এসএ-০২/০৬/২৩ (স্পোর্টস ডেস্ক)