ফাইনালে বাজে ব্যাটিংয়ের কারণে সমালোচনার মুখে ভারত

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম ইনিংসে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেনি ভারত। টপঅর্ডার চার ব্যাটসম্যান রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলি ফেরেন যথাক্রমে ১৫, ১৩, ১৪ ও ১৪ রানে।

মিডলঅর্ডার ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে, পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর ও স্পিনিং অলরাউন্ডার রবিন্দ্র জাদেজার কল্যাণে টেনেটুনে ২৯৬ রান করে ভারত। দলের হয়ে রাহানে করেন ৮৯ রান। ৫১ রান করেন শার্দুল আর জাদেজা করেন ৪৮ রান।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করে ৪৬৯ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে ভারত ১৭৩ রান কম করায় কোহলি-রোহিত শর্মাদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন সমর্থকরা।

কোহলির মতো তারকা ব্যাটসম্যান ১৪ রানে আউট হয়ে ড্রেসিংরুমে গিয়ে খাবারে ব্যস্ত হয়ে পড়েন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে ট্রল করতে শুরু করেন ভারতীয় সমর্থকরা।

শুধু তাই নয়! প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে ১৭৩ রান কম করায় ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের কোচিং যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

অবশ্য প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করা অস্ট্রেলিয়াও দ্বিতীয় ইনিংসে সুবিধা জনক অবস্থানে নেই। ১৭৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৬৭ রানে ৬ উইকেট হারিয়েছে অসিরা। তাদের লিড ৩৫০ রান।

এসএ-০৬/০৬/২৩ (স্পোর্টস ডেস্ক)